পঙ্কিলতার বেড়া জাল হতে তুলে আনলাম জীবন
সাড়া শব্দহীন এক বিষণ্ণ রাতে মৃণ্ময়ী সুবাসে
খুলে দিলাম হৃদয়ের গোপন কুটির, অধীর উন্মুখ
জোছনার বুকে হাত দিয়ে জানলাম দুঃখ বিলাসী সুখ কাকে বলে।
জীবন সেখানে টগবগে রক্ত কণিকায় নির্লিপ্ত ঘুম
আমি নিজেকে চিনে চিনে যোগ করলাম যোজন যোজন শব্দ;
যৌবনের লেলিহান শিখায় যখন নৈশব্দের উত্থান পতন
হৃদয়ের স্পন্দনে তখন জাগ্রত আদিম কল্লোল,অনবদ্য উচ্চারণ!
বিপুলা আরণ্যক প্রহেলিকায় খেলা করে শেষ রাত্তির খেয়ালীপনা
জীবনের লেনদেন, চাওয়া পাওয়া হিসেবের ধূম্রজাল
বাস্তুচ্যুত মানুষের কাছে এ যেন – নির্মম এক উপহাস! অন্যান্য
প্রভাতের মত আজকের পূর্বাকাশও হাসবে লালিমা প্রভায়
কিন্তু!
শূন্য দুটি হাত দ্যূতিচ্যুত, স্বপ্নচ্যুত অপমানে কেমন করে ছুঁবে জীবন?
যদিও কল্লোলিত আত্মার উপত্যকায় পল্লবিত নবতরু
যদিও উদ্ভাসিত শোণিতে ব্যাকুল বিহঙ্গ, তবুও শঙ্কায় ধুরু ধুরু অরণ্য
যদিও সমাধীত অহংকার, গ্লানিতে ডুবে যাবার ভয় নেই
মন্দ্রিত আলোয় পরিপূর্ণ জগত সংসার; তবুও যেন একা আমি, বিচ্ছিন্ন!
ভালো লিখেছেন কবি দাউদ ভাই।
আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানুন প্রিয় শ্রদ্ধেয়া
যদিও সমাধীত অহংকার, গ্লানিতে ডুবে যাবার ভয় নেই
মন্দ্রিত আলোয় পরিপূর্ণ জগত সংসার; তবুও যেন একা আমি, বিচ্ছিন্ন!
ধন্যবাদ প্রিয় সুমন ভাই

(এক মোলাকাত জরুরী )
শূন্য দুটি হাত দ্যূতিচ্যুত, স্বপ্নচ্যুত অপমানে কেমন করে ছুঁবে জীবন?
আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানুন প্রিয় দাদা

আপনি বরাবরই অনেক সুন্দর লিখেন। আপনার কবিতা আমার কাছে ভালো লাগে।
আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানুন প্রিয় সাজিয়া আফরিন।
আপনার ভালো লাগা আমাকে উৎসাহত করবে। কৃতজ্ঞতা।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা।
আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানুন প্রিয় দিদি
আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানুন প্রিয় স্যার
কিন্তু!
শূন্য দুটি হাত দ্যূতিচ্যুত, স্বপ্নচ্যুত অপমানে কেমন করে ছুঁবে জীবন?
======এই তো শূন্য লয়, খেলা অনাবিল, সতত শুভকামনা
আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানুন প্রিয়কবি চারু মান্নান

ভালো লাগলো।

শুভেচ্ছা জানুন প্রিয় ইসিয়াক
বিপুলা আরণ্যক প্রহেলিকায় খেলা করে শেষ রাত্তির খেয়ালীপনা।
চমৎকার সব উপমার ব্যবহার হয়েছে স্যার। অভিনন্দন।
আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানুন প্রিয় স্যার
কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
আপনার কবিতার জুড়ি মেলা ভার
ভাবী ধন্য অনন্য সালাম
সতত শুভেচ্ছা রইলো হে প্রিয় শ্রদ্ধেয় জন
ভালো থাকুন সবসময়…..