নারীর অপমান….. জাতির অপমান নারীর সম্মান…..দেশের সম্মান সমাপ্তি পর্ব

নারীর অপমান….. জাতির অপমান
নারীর সম্মান…..দেশের সম্মান সমাপ্তি পর্ব

তথ্যসংগ্রহ ও কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

নারী শক্তি-র জোট বাঁধার আহ্বান দিকে দিকে। দিল্লির নির্ভয়া কাণ্ড থেকে রাজ্যের কামদুনি-ধূপগুড়ি। একের পর এক গণধর্ষণ, নারী নির্যাতনের অভিযোগ তোলপাড় চালিয়েছিল শিল্পীর মনে। শিল্পীর মন ভেবেছে, প্রশাসনের সক্রিয়তার সঙ্গেই পুরুষদের অত্যাচার ঠেকাতে মেয়েদের জোট বাঁধাও প্রয়োজন। ভাবনার সেই জোট মাটি, রং দিয়ে মূর্ত হতে চলেছে। কার্তিক-গণেশকে পাশে রেখে দেবী দুর্গা নিজের চালায় ডেকে নিয়েছেন লক্ষ্মী-সরস্বতীকে। তিন দেবীর পায়ের নীচে থাকা অসুরের বুক ত্রিশূলে বিদ্ধ। অসুর এখানে নারী নির্যাতনের প্রতীক।

আসুন, প্রচলিত সমাজব্যবস্থা ও রাষ্ট্রঐক্যকে সুসংহত করতে নারীর অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করে তুলতে হলে নারী সশক্তিকরণ আমাদের একমাত্র লক্ষ্য হোক। নারী শুধু মা নয়, মেয়ে নয়, ভার্যা নয়, সহোদরা নয়, তিনি দেবী মহামায়ার অংশ। তাই মাটির প্রতিমাপূজা বন্ধ করে জীবন্ত দূর্গাকে পূজা না করতে পারলে দেশ কভু প্রগতির পথে এগোবে না। জয়গুরু!

নারীর অপমান….. জাতির অপমান
নারীর সম্মান……….দেশের সম্মান।

জ্বলন্ত কবিতা-৫ (সমাপ্তি পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

জাগো ভারতের নারী,
পেট্রোল দহনে দেহে আগুন জ্বলে ভুলতে কভু কি পারি?

মোছ আঁখিজল আগুন জ্বলুক, দিকে দিকে জ্বালো আগুন,
ভারতের শ্যামল প্রান্তরে বন্ধ হোক হত্যা, রক্ত আর খুন।
নির্যাতিতা নারী জেগে ওঠো আজ হাতে তুলে নাও মশাল,
দুইচোখে জ্বলুক প্রতিশোধের আগুন জেগে উঠুক মহাকাল।

অসুরে অসুরে ছেয়ে গেছে দেশ সেই অসুরে করিতে সংহার,
মহিষাসুরমর্দিনী রূপে আবির্ভূতা হয়ে নাশো অসুর এ ধরার।
রণহুংকারে মেতে ওঠো নারী আগুন জ্বলে উঠুক দুই চোখে,
বজ্রহুংকারে ফেটে পড়ো নারী হয়ো না ম্রিয়মান কভু শোকে।

ত্রিশূল তুলে নাও মাগো আজি বধিবারে ধরিত্রীর মহিষাসুর,
বিশ্ববাসী দেখুক নারীর শক্তি শংকা সবাকার করো মা দূর।
জেগে ওঠো নারী ভীমা ভয়ংকরী অসুর সংহারী মাগো তুমি,
করি শিরশ্ছিন্ন করো নিশ্চিহ্ন অসুরমুক্ত করো মা ভারতভূমি।

মোছ মাগো আঁখিজল,
বজ্রনিনাদে কেঁপে উঠুক ধরা জাগো অভয়াশক্তি মায়ের দল।

লক্ষ্মণ ভাণ্ডারী সম্পর্কে

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কাব্যচর্চার সাথে সাথে তিনি সাহিত্যচর্চাও করেন। গল্প ও রম্য রচনা আর ছোট গল্প লিখেন। বহু একাঙ্ক নাটকও তিনি লিখেছেন। অন্ধকারের অন্তরালে, সমাজের শত্রু ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বহু যাত্রাপালা -সোনা ডাকাত, শ্মশানে জ্বলছে স্বামীর চিতা উল্লেখযোগ্য। কবির অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে বিচারক মণ্ডলী তাঁকে বহু সম্মানে ভূষিত করেছেন। লক্ষ্মণ ভাণ্ডারী একাধারে কবি ও অপর দিকে লেখক। তার লেখা “আমার গাঁ আমার মাটি”, আমার প্রিয় শহর জামুরিয়া, আমার প্রিয় শহর কুলটি, আমার প্রিয় শহর আসানসোল, আমার প্রিয় শহর রাণীগঞ্জ বহু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। লক্ষ্মণ ভাণ্ডারী প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি অন্য ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। তিনি বিশ্বাস করেন সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই ধর্মে আলাদা হলেও আমরা সবাই ভাই ভাই।

18 thoughts on “নারীর অপমান….. জাতির অপমান নারীর সম্মান…..দেশের সম্মান সমাপ্তি পর্ব

  1. নির্যাতিতা নারী জেগে ওঠো আজ হাতে তুলে নাও মশাল,
    দুইচোখে জ্বলুক প্রতিশোধের আগুন জেগে উঠুক মহাকাল।

      খুব ভাল লাগলো কবি।   অসাধারণ!

     শুভেচ্ছা আর ভালোবাসা জানালাম প্রিয়… শুভ সন্ধ্যা 

    1. আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয়কবি।
      শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন।
      জয়গুরু!

  2. জেগে ওঠো নারী ভীমা ভয়ংকরী অসুর সংহারী মাগো তুমি,
    করি শিরশ্ছিন্ন করো নিশ্চিহ্ন অসুরমুক্ত করো মা ভারতভূমি।

    একদম ঠিক বলেছেন কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয়কবি।
      শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন।
      জয়গুরু!

  3. ঘটনার প্রতি যথেষ্ঠ বিশ্বস্থতা এবং আপনার মতামত নিয়ে আয়োজনটি ভালো ছিলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয়কবি।
      শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন।
      জয়গুরু!

  4. নারী শুধু মা নয়, মেয়ে নয়, ভার্যা নয়, সহোদরা নয়, তিনি দেবী মহামায়ার অংশ। তাই মাটির প্রতিমাপূজা বন্ধ করে জীবন্ত দূর্গাকে পূজা না করতে পারলে দেশ কভু প্রগতির পথে এগোবে না। জয়গুরু! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। অনুপ্রাণিত হলাম।
      শরীরের প্রতি যত্ন নেবেন। শুভকামনা রইলো।
      জয়গুরু!

  5. এই ধরণের দূর্নাম থেকে দেশ বা দেশের মানুষ বেড়িয়ে আসুক। 

    1. আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয়কবি।
      শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন।
      জয়গুরু!

    1. আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয়কবি।
      শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন।
      জয়গুরু!

  6. মোছ মাগো আঁখিজল,
    বজ্রনিনাদে কেঁপে উঠুক ধরা জাগো অভয়াশক্তি মায়ের দল।

    1. আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয়কবি।
      শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন।
      জয়গুরু!

  7. নারীর অপমানে সচেতন নাগরিকের কঠিন প্রতিরোধ চাই।

    1. আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয়কবি।
      শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন।
      জয়গুরু!

    1. আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয়কবি।
      শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন।
      জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।