মধুরিমাঃ তোমাকেই খুঁজছি

মধুরিমা,
নীল আকাশে মাঝে আমি তোমায় খুঁজি,
খোলা দিগন্তের শেষে আমি চোখ মেলি……
যে পথে তুমি চলে গেছো একদিন
বিষন্ন মন নিয়ে আমার ই ভুলে !!
একই পৃথিবী একই আকাশ
খোলা প্রান্তর পথ নদী ঘাট
তবু তোমার কাছে পৌঁছাবার কোন উপায় জানা নাই।
ঠিকানা না রেখে এক বুক হতাশায়
শুধু দীর্ঘশ্বাস হয়ে কোথায় হারিয়ে গেলে……প্রিয়তমা।

অবনত অপরাধবোধের দীর্ঘশ্বাস সর্বত্র
চকিতে হাঁটাপথে তোমাকেই খুঁজে ফেরা,
এখনো এলে না এলে না ….
তবে কি আর কখনো দেখা হবে না?

18 thoughts on “মধুরিমাঃ তোমাকেই খুঁজছি

  1. একই পৃথিবী একই আকাশ
    খোলা প্রান্তর পথ নদী ঘাট
    তবু তোমার কাছে পৌঁছাবার কোন উপায় জানা নাই ।

     অসাধারণ!

     শুভেচ্ছা আর ভালোবাসা জানালাম প্রিয়… শুভ সন্ধ্যা

  2. মনো বেদনার কবিতা মনে হলো। তারপরও শুভেচ্ছা জানাই কবি ভাই। :)

  3. রোম্যান্টিক কবিতায় অভিনন্দন কবি মি. ইসিয়াক। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  4. অবনত অপরাধবোধের দীর্ঘশ্বাস সর্বত্র
    চকিতে হাঁটাপথে তোমাকেই খুঁজে ফেরা, https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।