আমি এক সময়হীনা, ব্যস্ত মানব,
সময়ের স্রোতে ভেসে চলি, তবুও সময় পাই না।
সময় আমার কাছে এক নিষ্ঠুর দানব।
সময় দয়াহীন, মায়াহীন, নিদারুণ,
সময়ের নেই দয়া-মায়া, সময় কারোর দ্বার ধারে না!
সময় কারোর ভালো, কারোর করুণ!
সময় চলে টিকটিক কাটায় কাটায়,
সময় মেপে কেউ কাউকে মারে, ধরে, নির্যাতন করে।
সময়তে গুনীজনরাও অজ্ঞানীকে ঠকায়।
সময় মেপে চলে চন্দ্র, সূর্য, বিশ্বব্রহ্মাণ্ড,
চলে এই পৃথিবীর সকল জীবজন্তু, চলে যত কাজকর্ম।
সময় সময় ঘটে যায় যত লঙ্কাকাণ্ড।
সময় বলে দেয় জীবের আগমনী বার্তা,
আগমন ঘটে ধনীর দুলাল, ফকির, সাধু, জ্ঞানীগুণী।
সময় শেষে বিদায় নেয় সকল কর্তা।
সময় চলে তার আপন গতিতে,
সময়ের কাছে সবাই ধরা, বড়লোক থেকে সর্বহারা।
সময় খ্যান্ত হবে আমার মৃত্যুতে।
ভাল থাকুন কবি নিতাই দা। অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য।
বর্তমান সময়ে আমি খবই ব্যস্ত সময় পার করছি দিদি। সময়ের সাথে কিছুতেই পেরে উঠতে পারছি না। তাই ব্লগেও বেশি সময় দিতে পারছি না। আপনাদের মূল্যবান লেখাগুলো মিস করছি। আশা করি সময় হয়ে উঠবে। শুভকামনা শব্দনীড়ের সকলের জন্য।
সময় চলে তার আপন গতিতে,
সময়ের কাছে সবাই ধরা, বড়লোক থেকে সর্বহারা।
সময় খ্যান্ত হবে আমাদের মৃত্যুতে।
বর্তমান সময়ে আমি খবই ব্যস্ত সময় পার করছি শ্রদ্ধেয় কবি দাদা। সময়ের সাথে কিছুতেই পেরে উঠতে পারছি না। তাই ব্লগেও বেশি সময় দিতে পারছি না। আপনাদের মূল্যবান লেখাগুলো মিস করছি। আশা করি সময় হয়ে উঠবে। শুভকামনা শব্দনীড়ের সকলের জন্য।
সময় দয়াহীন, মায়াহীন, নিদারুণ,
সময়ের নেই দয়া-মায়া, সময় কারোর দ্বার ধারে না!
সময় কারোর ভালো, কারোর করুণ!
বর্তমান সময়ে আমি খবই ব্যস্ত সময় পার করছি দিদি। সময়ের সাথে কিছুতেই পেরে উঠতে পারছি না। তাই ব্লগেও বেশি সময় দিতে পারছি না। আপনাদের মূল্যবান লেখাগুলো মিস করছি। আশা করি সময় হয়ে উঠবে। শুভকামনা শব্দনীড়ের সকলের জন্য।
সময় আমার কাছে এক নিষ্ঠুর দানব।
বর্তমান সময়ে আমি খবই ব্যস্ত সময় পার করছি শ্রদ্ধেয় দাদা। সময়ের সাথে কিছুতেই পেরে উঠতে পারছি না। তাই ব্লগেও বেশি সময় দিতে পারছি না। আপনাদের মূল্যবান লেখাগুলো মিস করছি। আশা করি সময় হয়ে উঠবে। শুভকামনা শব্দনীড়ের সকলের জন্য।
শিরোনামটাই অপ্রিয় বাস্তবতা।
বর্তমান সময়ে আমি খবই ব্যস্ত সময় পার করছি দাদা। সময়ের সাথে কিছুতেই পেরে উঠতে পারছি না। তাই ব্লগেও বেশি সময় দিতে পারছি না। আপনাদের মূল্যবান লেখাগুলো মিস করছি। আশা করি সময় হয়ে উঠবে। শুভকামনা শব্দনীড়ের সকলের জন্য।
ভালো লাগলো কবিদা
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় কবি দাদা।
সময় বড় নিষ্ঠুর।
সত্যি আমার কাছে বর্তমান সময়টা এমনই মনে হয় দিদি। তাই নিষ্ঠুর সময় নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করলাম। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় দিদি।
সময় শেষে বিদায় নেয় সকল কর্তা।
সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় দাদা।
কেমন আছেন
সময় বড় নিষ্ঠুর কারো জন্য দুদন্ড অপেক্ষা করে না
বিজয়ের শুভেচ্ছা
সাংসারিক ঝামেলায় আছি, দাদা। আশা করি সেরে উঠবো। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।