মোমের কোনো ভঙ্গি নেই
তাই স্তব্ধতারও নিজস্ব কোনো আকার নেই
পরস্মৈপদীতে বেঁচে থাকা
পিতৃমাতৃপরিচয়ও ভুলে থাকা
পিলসুজের ঘি ফুরিয়ে যায় অন্যত্র পাবার সংস্থান করি
আসলে পরিচয় নামক অলংকার
বহুদিন আগে থেকেই জলাঞ্জলি দিয়েছি
শ্বাদন্ত বার করে বা লুকিয়ে
ধারালো চোখে একলা তরবারির খোঁজে নিম গাছ হয়ে যাই
তেমনি তেঁতো তেমনি মধুর।
7 thoughts on “পরিচয়”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শুভেচ্ছা রেখে গেলাম কবি। বিজয় দিবসের শুভেচ্ছা।
আপনার কবিতা গুলো সুন্দর হয় কবি।
অসাধারণ আপনার কবিতার হাত দিদি ভাই।
কবিতায় ভালোবাসা প্রিয় কবি বোন। পোস্ট এবং পাঠক উত্তর নিয়মিত দেয়া চাই।
আসলে পরিচয় নামক অলংকার
বহুদিন আগে থেকেই জলাঞ্জলি দিয়েছি।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দিদি ভাই।
বিজয় দিবসের শুভেচ্ছা নেবেন দিদি।