বন্ধু, তোমার হৃদয়ের খোলা প্রান্তরে
আমি অনুচরে চড়ে ছুটে বেড়াই,
ঐ মিতালী হাওয়ার স্পর্শে যেন
মননে সজীবতা বারে বারে পায়।
তুমি থাকো হিমালয় কিবা দূর গঞ্জে
আছো আমার অনুভবের আঙ্গিনায়,
যদি গগন কভুও মেঘে ঢেকে যায়
আমাকে তুমি পাবে সহসায়।
আসবো আলোর বেগে তোমাতে
নিরুদ্বেগ আলয় দেব তোমায়,
মনোবল রেখো মোর প্রেয়সী
আছে রব ঝড়ও অসহায়।
তোমায় আমি বাসি যে ভালো
এই কথা ভুলোনা কোন ক্ষণ,
তুমি আমার আমি শুধু তোমার
হবে মেলবন্ধন যদি বারী চান ।
কতক স্বপ্ন বুনেছি তুমি জানো না
আমি সবটাই জানাবো সেদিন,
শত জমানো কথা আর কথার মালা
হবে সেসবেই রঙ্গিন আলাপন।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা। শুভ সকাল।
শুকরিয়া,বোন।
আপনার জন্য হার্দিক ভালোবাসা ভাইজান।
প্রাণিত হলাম।
আপনার জন্য নিরন্তর শুভকামনা রইলো।
"শত জমানো কথা আর কথার মালায় হবে সেসবেরই রঙ্গিন আলাপন।"
নন্দিত শুভেচ্ছা মি. মাহমুদুর রহমান।
ধন্যবাদ,অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা কবি মাহমুদুর রহমান ভাই।
হবে মেলবন্ধন যদি বারী চান। চাই কবি ভাই।