যেন বহুযুগের ওপার হতে
ভেসে এলো তোমার কণ্ঠস্বর বিকেলের টেলিফোনে। বয়স বেড়েছে ঢেড় দু’জনের,
কালো চুলে লুকোচুরি খেলে রূপোলী প্রজাপতি।
অনামিকা সাজেনি আংটির আড়ম্বরে, বরং স্টেন্টের গহনায় সেজেছে কোমল হৃৎপিণ্ড।
একটা সময় ছিলো এই কণ্ঠস্বরে বয়ে যেতো
সাত সাগরের ঢেউ, আমার উপকূলে তারা আছড়ে
পড়তো ফেনিল উচ্ছ্বাসে। সেসব স্তিমিত আজ, ক্লান্তি জমেছে বুড়োটে গলার ভাঁজে।
সময় সকলি কেড়ে নেয় আমাদের,
শুধু কেড়ে নিতে পারেনা চোখের কোণজুড়ে
হাসির প্রলেপ আর হৃদয়ের বাঁধভাঙা কোলাহল।
সময় সকলি কেড়ে নেয় আমাদের,
শুধু কেড়ে নিতে পারেনা চোখের কোণজুড়ে
হাসির প্রলেপ আর হৃদয়ের বাঁধভাঙা কোলাহল।
শুভেচ্ছা জানবেন কবি রোখশানা রফিক। সুন্দর কবিতা।
একটা সময় ছিলো এই কণ্ঠস্বরে বয়ে যেতো
সাত সাগরের ঢেউ, আমার উপকূলে।
অনেক সুন্দর কবিতা আপু।
আপনার কবিতা গুলোন সহজ ভাষায় সুন্দর উঠে আসে।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দি।
প্রাণঢালা ভালোবাসা।