অমৃত স্বাদ

এখনো আমার ওষ্ঠ ছুঁয়ে আছে অমৃত স্বাদ
হিজল রাঙ্গা ঠোঁটে প্রেয়সীর উন্মাদ চুম্বন!
যতন করে আগলে রেখেছি সেই রাত-
মদিরার মতন উন্মুক্ত আকাশ বেয়ে নামা শিশির
কস্তুরীনাভ গন্ধে রঞ্জিত পূর্ণিমার চাঁদ, হাসির
কলরবে স্পন্দিত বুক থেকে বিতাড়িত বিষাদ।

.
অমৃত স্বাদ// দাউদুল ইসলাম

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

16 thoughts on “অমৃত স্বাদ

  1. এখনো আমার ওষ্ঠ ছুঁয়ে আছে অমৃত স্বাদ
    হিজল রাঙ্গা ঠোঁটে প্রেয়সীর উন্মাদ চুম্বন!

    বাহ্ দারুন! কবিমনা মনের অসাধারণ মেলবন্ধন।

  2. আজকে আপনার দুইটি কবিতা পড়লাম কবি দাউদুল ইসলাম ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. কবিতার শাব্দিক উপমা সমূহ আমার কাছে অসাধারণ লেগেছে স্যার। শুভেচ্ছা। :)

  4. হাসির কলরবে স্পন্দিত বুক থেকে বিতাড়িত বিষাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  5. সুন্দর উপস্থাপনা। কাব্যিকতায় মুগ্ধ কবিবর।
    জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।