এখনো আমার ওষ্ঠ ছুঁয়ে আছে অমৃত স্বাদ
হিজল রাঙ্গা ঠোঁটে প্রেয়সীর উন্মাদ চুম্বন!
যতন করে আগলে রেখেছি সেই রাত-
মদিরার মতন উন্মুক্ত আকাশ বেয়ে নামা শিশির
কস্তুরীনাভ গন্ধে রঞ্জিত পূর্ণিমার চাঁদ, হাসির
কলরবে স্পন্দিত বুক থেকে বিতাড়িত বিষাদ।
.
অমৃত স্বাদ// দাউদুল ইসলাম
এখনো আমার ওষ্ঠ ছুঁয়ে আছে অমৃত স্বাদ
হিজল রাঙ্গা ঠোঁটে প্রেয়সীর উন্মাদ চুম্বন!
বাহ্ দারুন! কবিমনা মনের অসাধারণ মেলবন্ধন।
ধন্যবাদ প্রিয়-
আমি উৎসাহিত আপনার মন্তব্যে
আজকে আপনার দুইটি কবিতা পড়লাম কবি দাউদুল ইসলাম ভাই।
খুশি হলাম আপনার প্রীত ময় উপস্থিতি ও মন্তব্যে
অসংখ্য ধন্যবাদ প্রিয় সুমন ভাই। শুভেচ্ছা ও শুভকামনা রইল ।
কবিতার শাব্দিক উপমা সমূহ আমার কাছে অসাধারণ লেগেছে স্যার। শুভেচ্ছা।
আমার আন্তরিক কৃতজ্ঞতা ও প্রীতি জানবেন স্যার
স্রষ্টা আপনার মঙ্গল করুন।
শুভেচ্ছা রইলো কবি ভাই।
অসংখ্য ধন্যবাদ আপু। মন্তব্যে প্রাণিত হলাম;
শুভেচ্ছা ও শুভকামনা রইল

ভালোবাসায় ভালোবাসা ভালোবাসা।
অসংখ্য ধন্যবাদ কবি।
শুভকামনা রইল

হাসির কলরবে স্পন্দিত বুক থেকে বিতাড়িত বিষাদ।
সহস্র শুভেচ্ছা প্রিয় কবি দা।
ধন্যবাদ প্রিয় দিদি; ভালো থাকবেন।
অনেক ভালবাসা ও আন্তরিক শুভ কামনা রইল ।
সুন্দর উপস্থাপনা। কাব্যিকতায় মুগ্ধ কবিবর।
জয়গুরু!
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা; ভালো থাকবেন।
অনেক ভালবাসা ও আন্তরিক শুভ কামনা রইল ।
শুভেচ্ছা ও শুভকামনা রইলো।