শক্তের ভক্ত

শক্তের ভক্ত বেশি
নরমের কম
জ্ঞানীর ভক্ত নাই
থাকে শুধু যম!

মুর্খের কথা বেশি
শিক্ষিতের কম
শিক্ষিত কয়না কথা
চুপ থাকে হরদম!

অসতের বুদ্ধি বেশি
কাজে ঠনঠন
ময়লাতে মাছি যেমন
ঘুরে ভনভন!

পরের জিনিস নিজের
ভাবে যে-জন
যখন-তখন বিপদগ্রস্ত
হয় সে-জন!

ঠকবাজি করে যে
পরকে ঠকায়
নিজেই ঠকে যায়
কড়ায় গণ্ডায়!

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

10 thoughts on “শক্তের ভক্ত

  1. শুধু শুধু গত দিনের কথা বলবো না, বরং বঙ্গ দেশের প্রেক্ষাপটে

    'শক্তের ভক্ত বেশি নরমের কম
    জ্ঞানীর ভক্ত নাই থাকে শুধু যম!' …. এই কথাগুলোই বেশী খাঁটি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদের সাথে শুভকামনাও থাকলো শ্রদ্ধেয় দাদা। আশা করি এই সময়ে সপরিবারে ভালো থাকবেন।              

    1. সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদের সাথে শুভকামনাও থাকলো শ্রদ্ধেয় দাদা। আশা করি এই সময়ে সপরিবারে ভালো থাকবেন।                 

    1. সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় দাদা। আশা করি এই সময়ে সপরিবারে ভালো থাকবেন।                 

  2. কে শুনে কবি কথন, তবু ছন্দে ছন্দে চলে প্রচেষ্টা। 

     

    ছন্দগুলি কথাকে মনে রাখতে সাহায্য করে, সেখানে আপনি সার্থক বলে মনে হয়েছেঃ

     

    শুভকামনা আপনার জন্য।                 

    1. আপনার জন্যও অনেক অনেক শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি দাদা।          

  3. বহুদিন পর শব্দনীড়ে ঢুকে একটা পারফেক্ট লেখা পাইলাম। 

    চালিয়ে যান। 

    আমি শক্তের পক্ষে আছ,  আর কইব কি আমিই শক্ত। আমার ভক্ত হয়ে যান, নাইলে……   

    1. আমি আছি নরমের পক্ষে দাদা। কারণ আমি নিজের একজন নরম মানুষ। তাই সবসময় নরম কথাই বলি, আর নরমের পক্ষে থাকি। 

      সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয়।             

মন্তব্য প্রধান বন্ধ আছে।