শক্তের ভক্ত বেশি
নরমের কম
জ্ঞানীর ভক্ত নাই
থাকে শুধু যম!
মুর্খের কথা বেশি
শিক্ষিতের কম
শিক্ষিত কয়না কথা
চুপ থাকে হরদম!
অসতের বুদ্ধি বেশি
কাজে ঠনঠন
ময়লাতে মাছি যেমন
ঘুরে ভনভন!
পরের জিনিস নিজের
ভাবে যে-জন
যখন-তখন বিপদগ্রস্ত
হয় সে-জন!
ঠকবাজি করে যে
পরকে ঠকায়
নিজেই ঠকে যায়
কড়ায় গণ্ডায়!
শুধু শুধু গত দিনের কথা বলবো না, বরং বঙ্গ দেশের প্রেক্ষাপটে
'শক্তের ভক্ত বেশি নরমের কম
জ্ঞানীর ভক্ত নাই থাকে শুধু যম!' …. এই কথাগুলোই বেশী খাঁটি।
সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদের সাথে শুভকামনাও থাকলো শ্রদ্ধেয় দাদা। আশা করি এই সময়ে সপরিবারে ভালো থাকবেন।
বেশ ছন্দময় কবি নিতাই দা
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদের সাথে শুভকামনাও থাকলো শ্রদ্ধেয় দাদা। আশা করি এই সময়ে সপরিবারে ভালো থাকবেন।
দারুণভাবে লিখেছেন, ভালো লাগলো।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় দাদা। আশা করি এই সময়ে সপরিবারে ভালো থাকবেন।
কে শুনে কবি কথন, তবু ছন্দে ছন্দে চলে প্রচেষ্টা।
ছন্দগুলি কথাকে মনে রাখতে সাহায্য করে, সেখানে আপনি সার্থক বলে মনে হয়েছেঃ
শুভকামনা আপনার জন্য।
আপনার জন্যও অনেক অনেক শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি দাদা।
বহুদিন পর শব্দনীড়ে ঢুকে একটা পারফেক্ট লেখা পাইলাম।
চালিয়ে যান।
আমি শক্তের পক্ষে আছ, আর কইব কি আমিই শক্ত। আমার ভক্ত হয়ে যান, নাইলে……
আমি আছি নরমের পক্ষে দাদা। কারণ আমি নিজের একজন নরম মানুষ। তাই সবসময় নরম কথাই বলি, আর নরমের পক্ষে থাকি।
সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয়।