বাসন্তী দিনের গান

এলোমেলো কিছু হাওয়া
ঘূর্ণিপাকে ঝরাপাতা
উড়ায় ক্যালেন্ডারে।
কুহু রব শুনে যারে
খোঁজে মন অজানায়,
তার বাস মনের গভীরে।

কতো জনে সেজে ওঠে
প্রকৃতির মতো বাসন্তী
সাজ সম্ভারে। কাহারে
হারায়ে কবির জগতে
হাহাকার ওঠে অন্তরে?

জানে সেই জন,
আমি জানি সেকথা
নয়কো মুখ ফুটে বলিবারে।
গোপন ব্যথার মতোই গোপন
থাকে প্রকাশিত হৃদ মাঝারে।

3 thoughts on “বাসন্তী দিনের গান

  1. ব্যথার মতোই গোপন থাক প্রকাশিত হৃদ মাঝারে। বসন্ত দিনের শুভেচ্ছা কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।