ভিসা হয়ে যেতেই,
বুকটা কেমন মুচড়ে গেল হঠাৎ।
তোমায় ছেড়ে যেতে হবে বলে।
এক লোকমা ভাত নামলো না গলা বেয়ে।
ছেড়োনা হাত প্রিয়তমা ওগো,
আরো বেশি শক্ত বাঁধনে বাঁধো।
জীবনের প্রয়োজনে হয়তো এ দূরে যাওয়া।
চোখের আড়াল হলেও,
নয়তো সরে যাওয়া।
অন্তরে ঠিক তুমি রবে সারা বেলা,
প্রতিটা মুহুর্তে, চিরবিরাজমান সবসময়।
রোম্যান্টিক কবিতা উপহার কবি মি. ইসিয়াক। অভিনন্দন সহ শুভ সকাল।
সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা রইলো প্রিয় মুরুব্বী।
ধন্যবাদ।
স্বাগতম এবং ধন্যবাদ।
এক রাশ ভালো লাগার ভালোবাসা ।
ধন্যবাদ রইলো ভাইয়া পাশে থাকার জন্য্।