আকাশ জুড়ে মেঘ করেছে,
আঁধারে গেছে ছেয়ে।
একলা একা বসে আছে,
অনাথ ছোট্ট মেয়ে।
ছুট লাগালো যত মানুষ,
যে যার বাড়ির পানে।
আপনজনের কাছে ছোটে,
আপন মায়ার টানে।
মা বাবা নাই ছোট্ট খুকির,
নেইতো বাড়ি ঘর।
ঘরে চলো, বিপদ এলো,
নেই কেউ বলার তার।
হঠাৎ খুকি ভয় পেলো খুব
বাতাস উঠলো জোরে।
ছুটলো বনের পশুপাখিও,
সবাই তখন ঘরে।
খুকি কাঁপে থরথরিয়ে,
ভয়ানক বাতাস বয়।
ভয়ের মাঝে ছোট্ট খুকির,
দিক হারিয়ে যায়।
হুড়মুড়িয়ে টিন যে ওড়ে,
ভাঙে গাছের ডাল।
বাতাসের ধাক্কাতে খুকি,
বড্ড নাজেহাল।
ছোট্ট খুকি পড়ে গেলো,
ভয়ে দিলো চিৎকার।
ঝড়ের কালে যে যার মতো,
কেউ নেই দেখার তার।
অনেক কষ্টে ছোট্ট খুকি,
উঠলো আবার ঠেলে।
বুঝলো সে একলা একা,
কেউ নেবেনা কোলে।
এবার খুকি হাঁটলো সোজা,
কাক ভিজে বৃষ্টিতে।
আশ্রয়ের খোঁজে নিজেই নিজে,
হাঁটলো অজানার পথে।
নান্দনিক লেখনী ।
ছোট্ট খুকি'র জন্য এক বুক ভালোবাসা। আপনার জন্য শুভেচ্ছা কবি মি. ইসিয়াক।
সুন্দর
সুন্দর উপস্থাপনা। ছন্দময় কবিতাটি পাঠ করে মুগ্ধ হলাম।
প্রিয় কবিকে নব বসন্তের শুভেচ্ছা জানাই।
জয়গুরু!
বেশ ছন্দময় কবি দা