হৃদয়ের ভাঁজে – মগ্ন মগজে

হৃদয়ের ভাঁজে কিংবা ধ্যান মগ্ন মগজে
কবিতায় সাজানোর মত আর কোন শব্দ অবশিষ্ট নাই!
অন্তর নিংড়ে দুমড়ে মুছড়ে নির্গত দীর্ঘশ্বাস-
তবে কি
আমি শব্দ শূন্য হয়ে গেছি?
বিষণ্ন অন্ধকার বুকে নিয়ে দিগন্ত জোড়া মেঘের সংসার,
মৃত নদীর মত শবদেহে শুয়ে আছে জীর্ণ প্রান্তর, দুর্মার
বাতাসের শানিত থাবায় নির্মম আঁচড়; যন্ত্রণার ভাষা নাই
নির্বাক চাতক চোখে ভর করে পৃথিবীর সমস্ত অসহায়ত্ব!
তবে কি- এই আমি নিঃস্ব ?
কবিতার স্বাদ পাবার আগেই কি; ধ্বংস কবিত্বের উৎস!

কোথাও কোন শব্দ নাই
ফুল, পাখি, অরণ্য-জলাশয় সবই নীরব নিস্তব্ধ, শব্দশূন্য!

অনন্ত কাল ধরে যেই তপস্যায় করেছি কবিতার পূজা
কালের নিস্তব্ধতায় সেই পূজা যেন অচীন স
শব্দহীন মানুষ কি মানুষ থাকে আর?

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

3 thoughts on “হৃদয়ের ভাঁজে – মগ্ন মগজে

  1. হৃদয়ের ভাঁজে – মগ্ন মগজে
    কোথাও কোন শব্দ নাই
    ফুল, পাখি, অরণ্য-জলাশয় সবই নীরব নিস্তব্ধ, শব্দশূন্য! ___ অসামান্য প্রকাশ স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2.  অনন্যতা   উপস্থাপন , পাঠে মুগ্ধতা রেখে গেলাম।

মন্তব্য প্রধান বন্ধ আছে।