আবার নিশ্চয় দেখা হবে একদিন

মনের মধ্যে তীব্র অভিমান পুষে।
ভেবেছিলাম কথা বলবো না আর,
দেখা তো দূরের কথা!
মুছে দিলাম যত তোমার আমার
অন্তর্জাল সংক্রান্ত কর্মকাণ্ড।
যতরকম যোগাযোগের উপায়।
যাক মুছে যাক চিরতরে।

কিন্তু আজ নিরালায় একাকী সময়ে,
কেন জানি,
তোমায় সান্নিধ্য ফিরে পেতে চাইছে এ মন।
বারবার মনের মাঝে এসে করছে ভীড়,
তুমি এবং তোমার ও মুখখানি…..
তোমার যত স্মৃতিও অতীত কার্যক্রম ।

তুমিও দেখি ভীষণ মান অভিমানে
এমুখো আর হওনি একবারো।
নাওনি কোন খোঁজ প্রিয়তমা।

লক ডাউনের জেরে,
কি আশ্চর্য
তুমি হারিয়ে গেছো হঠাৎ, এই চেনা শহরের মাঝে।

কেমন আছো তুমি? ভালো আছো তো?
জানতে ইচ্ছা হয় খুব করে।

ভালো থেকো প্রিয়তমা,সাবধানে থেকো।
নিজেকে দূরে রেখো করোনা ভাইরাস হতে।

একদিন নিশ্চয় মুক্তি মিলবে মানবতার এই মহা
বিপর্যয় থেকে।
আবার মানুষ ফিরে পাবে তার হারানো প্রাণচাঞ্চল্য।
তখন দেখা হবে কথা হবে আবার আগের মতো।
শুধু ভরসা রেখো।

10 thoughts on “আবার নিশ্চয় দেখা হবে একদিন

    1. ভালো থাকুন। সুস্থ থাকুন।
      সতর্ক থাকুন সবসময়।

  1. আবার নিশ্চয় দেখা হবে একদিন

    মুছে দিলাম যত তোমার আমার অন্তর্জাল সংক্রান্ত কর্মকাণ্ড।
    যতরকম যোগাযোগের উপায়। যাক মুছে যাক চিরতরে।

    ___ সার্থক শিরোনাম এবং কবিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
      ভালো থাকুন। সুস্থ থাকুন।
      সতর্ক থাকুন সবসময়।

    2. সবসময় পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা রইলো।
      ধন্যবাদ

  2. আমরা সবাই যেন ভালো থাকি। শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ঠিক বলেছেন কবিদাদা ।
      আমরা সবাই যেন ভালো থাকি। শুভকামনা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।