মায়ামুকুরে প্রতিফলিত প্রতিবিম্বে অহরহ কাকে দেখি ?
যেন দুর্বোধ্য কোনো যন্ত্রণা সহস্র বছরের
মহেঞ্জোদরো সভ্যতার নীচে ঢাকা !
এবার ম্লান মুখগুলিতে হাসি ফোটানোর সময় এসে গেছে
জ্যেষ্ঠদের আশীর্বাদ মাথায় ঝরে ঝরে পড়ে।
পরশপাথর চাই কোথায় পাব ?
নিজেকে নিজে বার বার শব্দজগতে ফিরিয়ে আনি।
রূপ কথা বল, ফের কিছু মধুর শব্দ লিখে নে
তোর সাদা কালো পাতায় একটু জায়গা দিস
আমার এ নিতান্ত প্রাঞ্জল কিছু শব্দের সমষ্টি।
8 thoughts on “পরশপাথর”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
মায়ামুকুরে প্রতিফলিত প্রতিবিম্বে অহরহ কাকে দেখি ?
যেন দুর্বোধ্য কোনো যন্ত্রণা সহস্র বছরের
মহেঞ্জোদরো সভ্যতার নীচে ঢাকা !
চমৎকার উপমময়। অভিনন্দন কবি বন্ধু।
অনেক ধন্যবাদ বন্ধু পাশে থাকার জন্য ।
স্বাগতম।
খুব সুন্দর।
অনেক ধন্যবাদ |
বাহ্। দারুণ কবি বোন।
অনেক ধন্যবাদ বন্ধু |
সুন্দর উপস্থাপন । দারুণ l