বুকে বিষ পোড়
জবর দখল, ক্লান্ত;
অসুখে নির্বোধ অক্ষিতল।
মন যখন অচল মুদ্রা
বিপন্ন নিদ্রায় বিষণ্ণ রাত,
যন্ত্রণা যাপন।
আমি ভুলেছি আমাকে
অচেনা দহনে পুড়েছি
কয়লার মতন হয়েছি খাক!
বলতে পারো দায়ী কে?
চেয়েছি কবিতা জীবন পাক
ফুলেরা সুখে থাক।
চেয়েছি মোহনা
নদীরা মিটাক সঙ্গম বাসনা।
চেয়েছি গান
প্রেয়সীর অভিমান;
ইলিশে গুটি বৃষ্টি
চেয়েছি, মধু মন্তর খুনসুটি!
আমি তো জড় বস্তু না
যেমন করে –
বসিয়েছো বিকিকিনির হাট
করেছো বেচাকেনা!
আছে রক্তের উত্তাপ
আছে মাংসের সন্তাপ,
আছে মন
বর্ণীল স্বপন!
তুমি এক দুরারোগ্য ব্যাধি!
একের পর এক
সংক্রমণ করে যাচ্ছো-
বিশাল জনপদ; পাহাড় থেকে নদী।
চেয়েছি কবিতা জীবন পাক
ফুলেরা সুখে থাক।
চেয়েছি মোহনা
নদীরা মিটাক সঙ্গম বাসনা।
ভালো লাগলো। শুভকামনা।
ভালোবাসা কবি দাউদুল ইসলাম ভাই।
লেখা বেশ ভালো লাগলো ।