চন্দ্রালোকের উত্তাপ ছিলো
তোমার ষোলোতে।
পঁচিশ হঠাৎ থমকে গেলো,
তোমার আমন্ত্রণে।
আচ্ছা তুমি খোলা চুলে এতো কেন স্বপ্নিল?
ঠোঁট দুটোতে রঙবিহীন,
তবু চরম অস্থির।
জলজোছনায় দেখা হতেই
বজ্র ঝড়ের আভাস।
ঠিক তখনই দিক হারালো
দুটো দীর্ঘশ্বাস।
চন্দ্রালোকের উত্তাপ ছিলো
তোমার ষোলোতে।
পঁচিশ হঠাৎ থমকে গেলো,
তোমার আমন্ত্রণে।
আচ্ছা তুমি খোলা চুলে এতো কেন স্বপ্নিল?
ঠোঁট দুটোতে রঙবিহীন,
তবু চরম অস্থির।
জলজোছনায় দেখা হতেই
বজ্র ঝড়ের আভাস।
ঠিক তখনই দিক হারালো
দুটো দীর্ঘশ্বাস।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শুভ সন্ধ্যা কবি মি. ইসিয়াক।
শুভ সন্ধ্যা মুরুব্বী।
দোয়া রইলো্
ভালো লাগলো লেখা।
জলজোছনায় বজ্র ঝড়ের আভাস। ভালো বাসা কবি ইসিয়াক ভাই।