বাঁকা চাঁদ [শিশুতোষ ছড়া]

ও বাঁকা চাঁদ ও বাঁকা চাঁদ,
আয়না খোকার বাড়ি।
তুই না এলে খোকন সোনা,
নেবে ঠিক আড়ি।

তোকে দেখে খোকন হাসে,
আদরে ডাকে মামা।
তুই কেন পরিসনি বলতো
একটা কোন জামা।

ও বাঁকা চাঁদ ও বাঁকা চাঁদ,
কতো ই না রূপ তোর।
তোর রূপের আলোক ছটায়
খোকন যে বিভোর।

বুঝিস কিছু?মনে তো হয়না?
কি যে তুই পাগল ।
তুই না এলে এবার খোকন
বাঁধাবে একটা গোল।

8 thoughts on “বাঁকা চাঁদ [শিশুতোষ ছড়া]

  1. মন হালকা করে দেয়ার মতো ছড়া পদ্য। শুভেচ্ছা মি. ইসিয়াক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।