ও বাঁকা চাঁদ ও বাঁকা চাঁদ,
আয়না খোকার বাড়ি।
তুই না এলে খোকন সোনা,
নেবে ঠিক আড়ি।
তোকে দেখে খোকন হাসে,
আদরে ডাকে মামা।
তুই কেন পরিসনি বলতো
একটা কোন জামা।
ও বাঁকা চাঁদ ও বাঁকা চাঁদ,
কতো ই না রূপ তোর।
তোর রূপের আলোক ছটায়
খোকন যে বিভোর।
বুঝিস কিছু?মনে তো হয়না?
কি যে তুই পাগল ।
তুই না এলে এবার খোকন
বাঁধাবে একটা গোল।
মন হালকা করে দেয়ার মতো ছড়া পদ্য। শুভেচ্ছা মি. ইসিয়াক।

আপনার প্রতি ও রইলো শুভকামনা্
বাহ্ কবি ইসিয়াক ভাই।
ধন্যবাদ কবিদা
উপভোগ্য পড়া।
শুভকামনা ভাইয়া্
বেশ মজার ছড়া, ভালো লাগলো।
শুভকামনা জানবেন ভাইয়া্