বাবা টিয়া গাইছে গান,
আমড়া গাছের ডালে।
ছানাগুলো আশ্রয়ে,
মায়ের বুকের তলে।
রীনা বসে বীনা বাজায়,
মীনা গায় গান।
দীনা বলে পুষবো পাখি,
একটা ধরে আন।
মা শুনে কয় বনের পাখি,
বনেতে মানায়।
বন্দী পাখি হয় যে দুঃখী,
উচিত কাজ নয়।
দীনা বলে ঠিক তবে তাই
বাঁচুক ওরা ওদের মত করে ।
মুক্ত স্বাধীন কাটাক জীবন,
এদেশ ওদেশ ঘুরে।