উৎসবে বা কারফিউতে
ফাঁকা রাস্তায় বা মানুষের ভিড়ে
আমি শুধু তোমাকে চাই।
শান্তি বা অশান্তিতে
খুশির দিনে বা মন খারাপের রাতে
আমি শুধু তোমাকে চাই।
ধর্ণা বা প্রতিবাদে
ইনকিলাবের জোর আওয়াজে
আমি শুধু তোমাকে চাই।
স্বপ্নে বা বাস্তবে
প্রিয়তম সঙ্গী হিসেবে
আমি শুধু তোমাকে চাই।
ব্যস্ততা বা অবসরে
চা নাশতায় আমার পাশে
আমি শুধু তোমাকে চাই।
শ্বাস বা প্রশ্বাসে
হৃদয়ের প্রত্যেক স্পন্দনে
আমি শুধু তোমাকে চাই।
ছবি: তৌসিফ হক
চাওয়া বা পাওয়ার আনন্দে থাক একরাশ স্বস্তি। শুভেচ্ছা জানবেন মি. জীরো।
শান্তি বা অশান্তিতে
খুশির দিনে বা মন খারাপের রাতে
আমি শুধু তোমাকে চাই।
খুব সুন্দর হয়েছে