তুমি আমার শাকচুন্নি
তুমি মরলে গরু জবাই করে মাংস বেলাবো
হবে অনেক পুন্যি
তুমি আমার শাকচুন্নি
তুমি প্রতিদিন বেঁচে থাক
আমি প্রতিদিন মরি
রাত হলে বেশ ভালোই লাগে
সকাল হলে – তোমার কালো ত্বকের চেহারা
মনে হয় ভুত পেত্নী
তুমি আমার শাকচুন্নি
তোমার হাতের রান্না খেয়ে তৃপ্ত হয়ে মরি
তোমার ধোয়া জামা পরে রাস্তা দিয়ে চলি
পরের সুন্দর বউ দেখলে ভাবি বলে ডাকি
হা করে , ফ্যাল ফ্যাল করে চোখ ছানা করে ফেলি
তুমি হয়ে যাও আবার আমার শাকচুন্নি
প্রতিদিন অনেক ভালো ভালো কথা বলো তুমি
তোমার আদর খেয়ে খেয়ে রাত দিন শুধু মরি
আদরগুলো ফুরিয়ে গেলে
তুমি হয়ে যাও আবার আমার শাকচুন্নি
তোমার হাতের চা খেয়ে
তোমার খুব প্রশংসা করি
টিভি খুলে সুন্দর নারী দেখলে
তুমি আবার হয়ে যাও আমার শাকচুন্নি।
অদ্ভুত আপনার কবিতার শিরোনাম। ভালো থাকুন নিরাপদে থাকবেন এই প্রত্যাশা।
চমৎকার উপস্থাপন ।