দেখতে তুমি কি অপরুপ!
তা-ই তো হৃদয়ে নিয়েছি নিশ্চুপ,
তোমার অজান্তে প্রতি দিবা-রাতে
করি সুখালাপ তোমাকে ভেবে।
হবে কি,
জোছনায় চাঁদের আলো মননে?
ও আমার,
কি যে ভালো লাগে তোমাকে!
আমার সম্মুখে বাস করো তুমি
আমি চুপিচুপি তোমাকে দেখি,
আমার ভাললাগার অগ্রে তুমি
তাই-তো তোমাকে ঘিরে জাল বুনি।
দিবো কি,
তোর মনে লাল গোলাপ রাঙ্গিয়ে?
ও আমার,
এই আমি খুবই ভালোবাসি তোমাকে।
ভালো লাগলো
সুন্দর হয়েছে কবিতার প্রয়াস। অভিনন্দন মি. মাহমুদুর রহমান।