স্বপ্ন দিয়ে ঘেরা

সেদিন হঠাৎ চোখ পড়লো,
তোমার উপর আমার।
এর আগে তো পাইনি সময়,
একটুখানি থামার।

লুকিয়ে লুকিয়ে দেখলাম আমি,
অনেকটা ক্ষণ ধরে।
মৃদু হাওয়ায় চুলগুলো সব
যাচ্ছিলো যে উড়ে।

কি ভেবে তুমি তাকাতে ই
চোখাচোখি হলো।
মনে হলো বলছো তুমি,
”একটা কিছু বলো।”

কি বলবো, তুমি তো তুমি ই,
সবার চেয়ে সেরা।
তোমায় দেখার মুহুর্তগুলো,
স্বপ্ন দিয়ে ঘেরা।

3 thoughts on “স্বপ্ন দিয়ে ঘেরা

  1.  প্রাঞ্জল শব্দের অলংকরণ।  পাঠে মুগ্ধ  হলাম।  

  2. youtube.com/watch?v=-qRw4k99LCU

    স্বপ্ন দিয়ে ঘেরা

    কবিতার শিরোনামটি পড়ে বহুকাল আগের একটি গান মনে পড়ে গেলো। উপহার নিন। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।