যদি একটা চুমু খাই…
মুখ ফিরিয়ে নেবে?
এই মূহুর্তে খড়িদাগ দেওয়া
প্ল্যানচেটে ডাকছি ডাকছি
ডেকেই চলেছি দুহাত দুদিকে …
দুহাতের আঙুল ছুঁয়ে আছে
শূন্য রাত্রির ঘষাকাচ নখ,
যদি আসো … যদি ভাসো
মূর্ত শরীরি ভাষায়
যদি তখন, তক্ষুনি চুমু খাই…
ঠেলে সরিয়ে মিলিয়ে যাবে ফের!
3 thoughts on “রাত্রি”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সমকালীন ঘনঘটায় দারুণ একটি কবিতা। অভিনন্দন কবি সৌমিত্র চক্রবর্তী। স্টে সেফ।