প্রশান্তির বৃষ্টি নামুক

এমন সকাল আসেনি আগে,
খুশির দিনে নীরবতা।
পৃথিবী জুড়ে শুধুই আহাজারি,
বাঁচার আকুলতা।
এমন সময় আসেনি আগে
জীবনের নাই দাম।
মহা দুর্যোগের এই দুর্দিনে
কত চেনা মুখ হারালাম।
আলোর দিন আসবেই একদিন
কাটবে অমানিশা।
কত চেনা মুখ হারিয়ে তবে
পাবো সে পথের দিশা?
অনেক হয়েছে এবার তবে
মৃত্যুর মিছিল থামুক।
অশুভকে হারিয়ে শুভ জিতে যাক
প্রশান্তির বৃষ্টি নামুক।

2 thoughts on “প্রশান্তির বৃষ্টি নামুক

  1. প্রতিটি দিন শুরুর আগে মনপ্রাণে চাই … একটা নতুন সংবাদ আসুক। যেখানে থাকবে মানুষের বেঁচে থাকার গ্যারান্টি। হোক তা ভালো মন্দ মিশায়ে। বিশ্বাস থাক অটুট। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।