যদি এক জীবন ভালোবেসেও তোমাকে না পাই
শেষ নিঃশ্বাসের সময়েও তোমার কোল না জুটে
মাথা রাখার জন্য,
কোন এক স্নিগ্ধ বিকেল না পাই সাথে হাঁটার জন্য
কোন এক বন্ধ ঘর না পাই আদর করার জন্য
রূহ আমার শরীর ত্যাগ করে অন্য দুনিয়ায়
উপস্থিত হলে
ঈশ্বরের সামনে নতজানু হয়ে তোমাকে চাইবো,
যা কিছুর জন্য আমি মুগ্ধ হয়েছি বারবার
যা কিছু আনন্দ দিয়েছে আমার মনে প্রাণে
যা কিছুর জন্য আমি আফসোস করেছি চিরকাল
যা কিছু চেয়ে কেঁদে ভাসিয়েছি কোল বালিশ
সবকিছু চাইবো নতজানু হয়ে।
3 thoughts on “তোমাকে চাইবো”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
মুগ্ধকর লিখনশৈলি ।
ধন্যবাদ
চমৎকার প্রকাশ। অভিনন্দন মি. জীরো মহাশয়।