রিনরিন করে ফোনকল টা টোকা দিয়েই চলেছিল,
জেগে থাকার মূহুর্তগুলো মাঝেমধ্যেই কোমায় চলে যায়
কোনো শব্দই আঁচড় কাটতে পারেনা
অথচ পরিষ্কার বোঝা যায় কেউ ডেকেই চলেছে
অন্য কোনো বাউন্ডারির সীমানার ওপারে
একটা রিনিরিনি রিনিরিনি,
হাত মাথা শরীরের সব শাখা প্রশাখার নিয়ন্ত্রণ
অন্য কোনো রিমোট চালিত তখন
চাইলেও ওপারের স্বর রূপকথার দেওয়াল
টপকে আসতে পারেনা কিছুতেই।
কখন কে যে ডেকে যায় অনলসময়ে,
কখন বেজে যায় অভিপ্রায়ের শ্রুতিভাষ
অন্ধ বন্ধ ঘর বোঝেনা কখনোই।
***
চমৎকার কবি সৌমিত্র চক্রবর্তী। বেশ কিছুকাল পর তোমার লিখায় মুগ্ধ হলাম। সুন্দর।
ভালো থেকো। সর্বোপরি নিরাপদে থেকো।
মনোমুগ্ধকর লিখনশৈলি , শুভেচ্ছা ।
অনেক ভালো লাগলো শ্রদ্ধেয়, নিরাপদ থাকবেন সব সময়