তোমাকে চাইবো

যদি এক জীবন ভালোবেসেও তোমাকে না পাই
শেষ নিঃশ্বাসের সময়েও তোমার কোল না জুটে
মাথা রাখার জন্য,
কোন এক স্নিগ্ধ বিকেল না পাই সাথে হাঁটার জন্য
কোন এক বন্ধ ঘর না পাই আদর করার জন্য
রূহ আমার শরীর ত্যাগ করে অন্য দুনিয়ায়
উপস্থিত হলে
ঈশ্বরের সামনে নতজানু হয়ে তোমাকে চাইবো,
যা কিছুর জন্য আমি মুগ্ধ হয়েছি বারবার
যা কিছু আনন্দ দিয়েছে আমার মনে প্রাণে
যা কিছুর জন্য আমি আফসোস করেছি চিরকাল
যা কিছু চেয়ে কেঁদে ভাসিয়েছি কোল বালিশ
সবকিছু চাইবো নতজানু হয়ে।

মহাশয় সম্পর্কে

মহাশয় আমার ছদ্মনাম। আমি ভারতীয়। ছদ্মনাম নেওয়ার পেছনে কারণ দ্বিধাহীনভাবে যা ইচ্ছা লিখতে পারার সুবিধা। অনেক সময় আসল পরিচয়ে স্বাধীনভাবে লেখা যায় না। আমি জীবনানন্দ দাসের মতো মনে করি না কেউ কেউ কবি। আমি মনে করি সবাই কবি। প্রতিটা মানুষ প্রেমে-বিরহে, সুখে-দুখে, বিপদে-দুশ্চিন্তায় যখন আবেগী হয় তখন হৃদয়ে কবিতা নেমে আসে। তখন চাইলেই যে কেউ কবিতা লিখে ফেলতে পারে। শিক্ষার বা জ্ঞানের কারণে অনেকের কবিতায় আকর্ষণীয় শব্দ বা বাক্য থাকে না। তবে সেই সময় তারা যা লিখে তা অবশ্যই কবিতা। সবাইকে আমার ব্লগে স্বাগতম।

3 thoughts on “তোমাকে চাইবো

মন্তব্য প্রধান বন্ধ আছে।