শেষ চিঠি (২য় পর্ব)

প্রিয়তমা,
নীলকণ্ঠে দৃশ্যপটে দেখি
হলুদ বিকেলের দীর্ঘ ছায়া
সময়ের ব্যাবধানে দীর্ঘতম রজনী,
অপেক্ষার আক্ষেপ নিয়ে চলে যাওয়া দিন
উপহার দিয়ছে যে গাঢ়তম নীল,
সেই বেদনাবোধ ধারণ করে কেউ তো নীলকণ্ঠ হয়ে যায়,
যার কোন কষ্টের অনুভূতি নেই; শুধু থাকে বিষপানের জন্য দৃশ্যের নামাবলী।

আমাদের মাঝে সেই প্রাচীর ছিলো সমাজের কম্পন,
যেখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছো এক চিমটি কাঁচা হলুদ রোদ্দুর গায়ে মাখবে বলে।
যাপিত জীবনের শীতলতম দিনে কথার মালাশবের মত পরে থাকে নিরব দেহ নিয়ে,
আমাদের আর উঠে দাঁড়াবার পথ নেই।

দৃষ্টি সীমা যে সবুজ পথের দিকে পরে আছে, অতলান্ত মন সেই দিকে ধায়।
হীরক রাজার গয়নাগাটি গায় জড়িয়ে নাচের পুতুল বউ অনেক উপলব্ধি ধারণ করে,
তোমাকে আর তোমাতে খুঁজে পাইনি।

সেই থেকে মহাশ্যূনে ফেল দিয়েছি হলি উৎসবের রঙের থালা,
কালো দীর্ঘশ্বাস গায়ে জড়িয়ে ভষ্ম নিয়ে দু’হাতে উড়াই সমস্ত প্রেমের বনানী জুড়ে,
বিহঙ্গের ডানায় কালো রঙ দিয়ে আকাশ জুড়ে আঁকি হৃদয় ক্ষয়ের ক্যানভাস,
সাগরের ঢেউ হয়ে মুছে দিয়েছি কত না বালুতে লেখা পদ্য,
গোলাপ গুলো গাছ থেকে তুলে ফুলদানিতে রেখে দিয়েছি মৃতরূপ দেখবো বলে।

ভালোবাসার সকল রঙ এক রকম হয় না
কেউ কেউ হলুদ দীর্ঘশ্বাস থেকে উঠে দাড়িয়ে
সফেদ জোৎসনায় পুড়ে হয়ে যায়কোমল নীলকণ্ঠ মানুুষ।

১৩/০৫/২০২০
খেয়ালীমন

** নীলকণ্ঠ তাকেই বলে যিনি কণ্ঠে বিষ ধারণ করেন।

10 thoughts on “শেষ চিঠি (২য় পর্ব)

  1. প্রিয়তমা
    নীলকণ্ঠে দৃশ্যপটে দেখি
    হলুদ বিকেলের দীর্ঘ ছায়া
    সময়ের ব্যাবধানে দীর্ঘতম রজনী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. ধন্যবাদ ভাই .ভালো থাকবেন।

       

  2. চমৎকার লিখেছেন কবি… আমি আজ আসলাম এখানে…

    1. অনেক ধন্যবাদ প্রিয়, শব্দনীড়ে স্বাগতম।

  3. সাবলীল সুন্দর উপস্থাপন ।  

    1. অনেক ধন্যবাদ প্রিয়,ভলোবাসা থাকলো।

    1. শুভকামনা ও ভালোবাসা থাকলোhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_dance.gif

    1. অনেক ধন্যবাদ প্রিয় ,শুভকামনাhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।