ক্ষনিকের প্রশান্তি

ক্ষনিকের প্রশান্তি
(বাংলা সনেট)

পৃথিবীর পথেই হেঁটে ক্লান্ত পথিক
কোথাও খুঁজে পায়না ঠিকানার দিক
দিনের পর রাত ছুটে অসার প্রাণ
শান্তির বারতা নিয়ে এলো না অঘ্রাণ।
দূর দিগন্তে আকাশ মিশে গেছে নীলে
হতাশার কালোমেঘ অন্তরের তলে
ক্ষনিকের তরে এসো গো নদীর তটে
স্নিগ্ধ সমীরণে আঁকাবাকা বয়ে চলে।

মধুকরীরা খেলা করে কলমি ফুলে
বকের সারি উড়ে চলে সুদূর প্রান্তে।
বুকের বেদনা টুটে পুলকিত হতে
চলে এসো হে পথিক অরন্যউদ্যানে
হেথা সবুজের সমারোহ ফুলের হাসি
অন্তর জুড়িয়ে দেয় বিহগের বাঁশি।

(বাংলা সনেটের প্রবর্তক মাইকেল মধুসুদন দত্ত অনুসরণে)

এম. হুমায়ূন কবির সম্পর্কে

কবিতা প্রেমি। কবিতা পড়তে এবং লিখতে ভালোলাগে। জন্ম:৩০জুন ১৯৮২, নাটোর জেলায় অন্তর্গত বড়াইগ্রাম উপজেলার খিদিরপুর গ্রামে। পড়াশোনা: এস এস সি-নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়, এইচ এস সি & স্নাতক - বড়াই গ্রাম ডিগ্রী কলেজ, নাটোর। স্নাতকোত্তর-এডওয়ার্ড গভঃ কলেজ, পাবনা। প্রকাশিত কাব্যগ্রন্থ পোড়া গোধূলি।

4 thoughts on “ক্ষনিকের প্রশান্তি

  1. কবিতাটি ( সনেট ) ভালো হয়েছে মনে হলো কবি। অভিনন্দন জানবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif.

    1. আন্তরিক ধন্যবাদ 

       

মন্তব্য প্রধান বন্ধ আছে।