ক্ষনিকের প্রশান্তি
(বাংলা সনেট)
পৃথিবীর পথেই হেঁটে ক্লান্ত পথিক
কোথাও খুঁজে পায়না ঠিকানার দিক
দিনের পর রাত ছুটে অসার প্রাণ
শান্তির বারতা নিয়ে এলো না অঘ্রাণ।
দূর দিগন্তে আকাশ মিশে গেছে নীলে
হতাশার কালোমেঘ অন্তরের তলে
ক্ষনিকের তরে এসো গো নদীর তটে
স্নিগ্ধ সমীরণে আঁকাবাকা বয়ে চলে।
মধুকরীরা খেলা করে কলমি ফুলে
বকের সারি উড়ে চলে সুদূর প্রান্তে।
বুকের বেদনা টুটে পুলকিত হতে
চলে এসো হে পথিক অরন্যউদ্যানে
হেথা সবুজের সমারোহ ফুলের হাসি
অন্তর জুড়িয়ে দেয় বিহগের বাঁশি।
(বাংলা সনেটের প্রবর্তক মাইকেল মধুসুদন দত্ত অনুসরণে)
ভীষণ ভালো লাগলো লেখা ।
অজস্র ধন্যবাদ।
কবিতাটি ( সনেট ) ভালো হয়েছে মনে হলো কবি। অভিনন্দন জানবেন।
.
আন্তরিক ধন্যবাদ