জীবনের মোহনা

থেমে আছে সব গাড়ি,
কোলাহল নেই স্টেশন।

যত্রতত্র নেই যাত্রীর সমাগম।
নিরবচ্ছিন্ন এক, একটি প্লাটফ্রম
অহেতুক নেই কোন জনসমাগম।

কিছুতেই নেই নিজস্বকরণ,
আহবান নেই কোন প্রেমিক যুগোল।

থমকে আছে রেলগাড়ি,
থমকে আছে কার-বাস।

থমকে আছে বৃত্ত-ভৈরব
থমকে আছে জীবনগাড়ি।

কোথায়ও নেই উৎসব
আবেদন নেই প্রতীকী উচ্ছ্বাস।

জীবনের মোহনা, ভাবনা কতসম
সভ্যতার উদারতা বিলিয়ে
উৎপল মুহূর্তে সম্মিলিত আহবান।

অসমাপ্ত।

শান্ত চৌধুরী সম্পর্কে

নিঃসঙ্গতা যখন ঠুকরে খায় দুমড়ে মুচড়ে কাবু করে দেহের বাহীর ভিতর প্রবল সংজ্ঞাহীন অবগাহন। ১ সেপ্টেম্বর, ১৭ ভাদ্র বাংলা ( জন্ম তারিখ )।

4 thoughts on “জীবনের মোহনা

  1. মনে হলো অনেকদিন পর আপনার কবিতা পড়লাম কবি শান্ত চৌধুরী। আশা করি ভালো ছিলেন। পরিবারের সবাইকে নিয়ে নিরাপদ থাকবেন এই প্রত্যাশা। শুভ ব্লগিং। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. দাদা ভাই ভালোবাসা http://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttp://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

      আপনাকে অনেক মিস করি।

      ভালো আছি দাদাভাই, একটু ব্যস্ত ছিলাম।

      হ্যাঁ অনেক দিনপর কবিতা ব্লগে পোষ্ট করলাম।

মন্তব্য প্রধান বন্ধ আছে।