সময়ের র্কম সময়ে

পিপীলিকা হতে, যদি নাও শিক্ষা এক রত্তি,
তুমি আমি দেখাতাম না, দুর্বলের উপর শক্তি।
মানবতাকে করতাম সবে মিলে সত্যি, সত্যি ভক্তি।
ক্ষুদ্র পিপীলিকা হতে শুনেছিল বাদশাহ সুলেমান নানা রঙের যুক্তি,
কোরআনে আছে পিপীলিকার নামে কত গুণ কীর্তি।

বুঝে না-ও, দেখে না-ও, তাদের থেকে শিখে না-ও কী করে মিলবে মোদের মুক্তি
একতাবদ্ধতা, সততা আর নিষ্ঠা, অবলোকন করে যাও তাহাদের বুদ্ধিমত্তা।

বিশ্ব সংসারে তাদের হিসেবের চিত্রে
অবাক হয়েছে কত নামি-দামি বিজ্ঞে
দুর্দিনের জন্য তাদের কত যে সঞ্চয়
তাই তো বিপদে নাই কোনো সংশয়

জমিয়েছে গরমে চুল-ছেঁড়া হিসেবে,
বসে খেয়েছে গৃহে বিপদের সময়ে।
তাকেই বলে বুঝি সময়ে কর্ম সময়ে,
ফাঁকিবাজি করেনি তাই ভেসে গেছে সুখের জোয়ারে।

গোলাম কিবরিয়া সৌখিন সম্পর্কে

গোলাম কিবরিয়া সৌখিন। চট্টগ্রামে ২০০৩ সালের ১০-ই অক্টোবর জন্মগ্রহণ করেন। তবে তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার, কসবা উপজেলায় সপরিবারে নিজ গ্রামে অবস্থান করছেন এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। উনি শৈশব থেকেই ভাবুক ও দার্শনিক চিন্তা করতে পছন্দ করেন।আর সেই ভাবনার প্রতিফলন হিসেবে কবিতার হাতেখড়ি শুরু। কবি শুধু লিখে যেতেই চান না, তিনি চান সবার সাথে উনার ভাবনা গুলোকে ছড়িয়ে দিতে এবং সেই ভিত্তিতে কবি বাংলাদেশে এবং ভারতের বিভিন্ন কবিতার অনলাইন মিডিয়ায় কবিতা লিখে চলেছেন। এবং অন্যান ভাবনা গুলি একত্র করে সমসাময়ীক লিখা লিখে থাকেন। সকলের ভালোবাসা এবং উৎসাহ নিয়ে প্রতিনিয়ত লিখে যাচ্ছেন। কবি ভবিষ্যতে কর্ম জীবনে উনার কবিতার কিছু বই প্রকাশ করার ইচ্ছে পোষণ করেন। সকলের কাছে দোয়ার দরখাস্ত নিয়ে আবেদন এই ভাবনার কবি গোলাম কিবরিয়া সৌখিনের।

2 thoughts on “সময়ের র্কম সময়ে

  1. বাস্তবতার নিরীখে আপনার লিখা কবিতা গুলোন ভালো আসে। পড়তে ভালো লাগে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. আপনাদেন ভালো লাগা আমার লেখার অনুপ্রেরণা । দোয়া রাখবেন যেন  সত্য লিখে যেতে পারি র্সবদা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।