তোমার আমার হিসেব

একজন আমাকে কতটা দেখেছো তুমি…? কতটা জেনেছো আমায়…?
কেবল দেখেছো ঠোঁটের হাসি, জেনেছো আমার শরীরে বাষ্পের ঘ্রাণ,
অথচ দেখোনি ভিতরে গভীর কান্নার স্রোত, জানোনা শরীর জুড়ে কতটা অভিমান।
কতটা ছুঁয়েছো আমায়…? কতটা হাতের তলে ধরেছো আমার পশমের বুক…?
কেবল ছুঁয়েছো আমার যাকিছু ধবল সুন্দর, কেবল নিয়েছো শরীরের উষ্ণ ভাব,
হাওয়ার মতো দেখোনি ছুঁয়ে পঁচা গলা কোনকিছু, নাওনি তোমার শিরায় আমার রক্তের উত্তাপ।
কতটা মেলেছো চোখ কতটা কাছে এসে…? কতটা নিয়েছো ভিতরের বোধ…?
মেলেছো চোখ ফুল দেখবার মতো শুধু, নিয়েছো রোদের মতো সরল আদরটুকু,
অথচ রাখোনি ভিতরের ক্ষতে চোখ, নাওনি সেখানে জমে থাকা সুখের খরা, বিষাদের শোক।।
.
একজন আমাকে কতটা চেয়েছো তুমি…? কতটা রেখেছো তোমার মাঝে…?
কেবল চেয়েছো রাত্রির যাত্রায় দেহের টানে, কেবল রেখেছো শীতে জড়ানো চাদরের মতো কাছে,
অথচ চাওনি তৃষ্ণার জলের মতো তীব্র টানে, পুষে রাখোনি হৃদপিন্ডের মতো ভাজে।
কতটা পেয়েছো আমায়…? কতটা শুনেছো তোমাকে চাওয়ার স্লোগান…?
কেবল পেয়েছো হাসির মতো সহজ ভাষায়, শুনেছো অতীত মিছিলের মতো দাবী,
পাওনি নেশার গভীরে যেমন থাকে ঝিম, শোননি নিঃশ্বাসে কেবল তোমাকে চাওয়ার দ্রোহ।
একজন আমাকে কতটা বেসেছো ভালো…? কতটা দিয়েছো যাকিছু তোমার নিজের…?
বেসেছো কেবল মানুষের মতো ভালো, দিয়েছো কেবল বেঁধে দেয়া অধিকার,
বাসোনি ভালো জীবনের মতো করে, দাওনি যাকিছু একান্ত গোপন তোমার।।
.
০১/০৪/২০২০
#StayAtHome #StaySafe

মাসুদুর রহমান (শাওন) সম্পর্কে

মাসুদুর রহমান (শাওন) এর জন্ম ১৯৯৭ সালে, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সবুজে ঘেরা ছায়াঢাকা পঞ্চাশ গ্রামে। পিতার নাম মোঃ মজনু মিয়া, মাতা মোছাঃ খুকুমণি। প্রাথমিক শিক্ষা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে, বর্তমানে আনন্দমোহন কলেজ'এ (ময়মনসিংহ) বাংলা সাহিত্যে অনার্সে অধ্যায়নরত। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় ছড়া লেখার মাধ্যমে সাহিত্যে প্রবেশ। কবিতা ছাড়াও ছোট গল্প লিখে থাকেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ দ্বারা প্রভাবিত।

2 thoughts on “তোমার আমার হিসেব

  1. 'বেসেছো কেবল মানুষের মতো ভালো, দিয়েছো কেবল বেঁধে দেয়া অধিকার,
    বাসোনি ভালো জীবনের মতো করে, দাওনি যাকিছু একান্ত গোপন তোমার।' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. লিখাই মুগ্ধ হলাম হে প্রিয় কবি । ভালোবাসা জানবেন ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।