আমি সকাল বেলায় হাসতে চেয়েছিলাম তোমার হৃদয়ের চিলেকৌঠায়
আমি সুখ খুঁজেছিলাম তোমার অন্তরে শুভ্র মেঘের পালে
আমি বিশ্বাসের সুগন্ধি পেয়েছিলাম তোমার মনের আঙিনায়
আমি হাঁটতে চেয়েছিলাম তোমার বিষণ্নতার অন্তরালে।
কিন্তু আমি হেরে গিয়েছি।
আমি নিয়মের বাহিরে ভালবসেছি।
আমি বুঝিনি!
গ্রীষ্মের প্রখর তাপে ঝলসে যাওয়া তোমার প্রেম বৃক্ষে আমি বর্ষার মৃদু ছন্দে বৃষ্টি হয়ে নামতে পারিনি।
তোমার ভালবাসা কখনও আর সতেজ হবে না, হেতু তোমার বিশ্বাসকে কুঁকড়ে কুঁকড়ে খেয়েছে বসন্তের কোকিল।
সেই কোকিলের কুহু কুহু মিষ্টি সুর নিত্যদিন তোমার শ্রবণে-মননে ঝংকার তুলে
আর আমি হররোজ পিষে যাই, আমি যে শুষ্ক বকুল।
তাই তোমার-আমার সম্পর্ক এখন প্রায় পড়ন্ত বিকেল।
"কুহু মিষ্টি সুর যেন নিত্যদিনের শ্রবণে-মননে নন্দিত ঝংকার।" সম্পর্কের সমীকরণ।
মননশীল ভাবনা।