তোমার-আমার সম্পর্ক

আমি সকাল বেলায় হাসতে চেয়েছিলাম তোমার হৃদয়ের চিলেকৌঠায়
আমি সুখ খুঁজেছিলাম তোমার অন্তরে শুভ্র মেঘের পালে
আমি বিশ্বাসের সুগন্ধি পেয়েছিলাম তোমার মনের আঙিনায়
আমি হাঁটতে চেয়েছিলাম তোমার বিষণ্নতার অন্তরালে।
কিন্তু আমি হেরে গিয়েছি।
আমি নিয়মের বাহিরে ভালবসেছি।
আমি বুঝিনি!
গ্রীষ্মের প্রখর তাপে ঝলসে যাওয়া তোমার প্রেম বৃক্ষে আমি বর্ষার মৃদু ছন্দে বৃষ্টি হয়ে নামতে পারিনি।
তোমার ভালবাসা কখনও আর সতেজ হবে না, হেতু তোমার বিশ্বাসকে কুঁকড়ে কুঁকড়ে খেয়েছে বসন্তের কোকিল।
সেই কোকিলের কুহু কুহু মিষ্টি সুর নিত্যদিন তোমার শ্রবণে-মননে ঝংকার তুলে
আর আমি হররোজ পিষে যাই, আমি যে শুষ্ক বকুল।

তাই তোমার-আমার সম্পর্ক এখন প্রায় পড়ন্ত বিকেল।

ইকরামুল শামীম সম্পর্কে

ইকরামুল হক ( শামীম ) পেশা : সমাজকর্মী, লেখক ও আইনজীবী । জন্মস্থানঃ ফেনী বর্তমানঃ ঢাকা, বাংলাদেশ স্ট্যাডি ব্যাকগ্রাউন্ডঃ ১.মাস্টার্স ইন ভিক্টিমলজি & রেস্টোরেটিভ জাস্টিস, ঢাকা বিশ্ববিদ্যালয়। ২. মাস্টার্স ইন পলিটিক্যাল সাইন্স। ৩. ব্যাচেলর ডিগ্রী অব সোশ্যাল সাইন্স। ৪. ব্যাচেলর অব 'ল'। কর্মঃ ১. ফাউন্ডার, বাংলাদেশ রেস্টোরেটিভ জাস্টিস সোসাইটি. ২. জুনিয়র ল'ইয়ার, জেলা জজ কোর্ট। ৩. এক্স এ্যাস্ট. কো-অর্ডিনেটর, বিশ্ব সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সংস্থা, বাংলাদেশ। ৪. এক্স- ট্রেইনার(HIV & DOWRY), টালফ অর্গানাইজশন, বিডি। বর্তমানে তিনি " ক্ষতিগ্রস্থদের সহায়তা এবং অপরাধীদের সংশোধন" নিয়ে কাজ করছেন। রাজনীতিঃ দেশপ্রেম। প্রিয় লেখকঃ সুনীল গঙ্গোপাধ্যায়, নির্মলেন্দু গুন। সখঃ ভ্রমণ করা, কবিতা পড়া এবং দাবা খেলা।

2 thoughts on “তোমার-আমার সম্পর্ক

  1. "কুহু মিষ্টি সুর যেন নিত্যদিনের শ্রবণে-মননে নন্দিত ঝংকার।" সম্পর্কের সমীকরণ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।