দৃশ্যপটে তুমি অতুলনীয়া

যে কথা টা বলতে না পেরে তুমি আমূল চুপসে গেছ
আমার চোখের সামনে প্রজ্বলিত সেই কথার দৃশ্যপট;
ভয় পাচ্ছ বলবো না; হয়তো বলার জন্য মিলছে না মোক্ষম বাঁক
জানি, চলতে চলতে আর একটি বাঁক এলেই
মুহূর্তেই ছোঁ মেরে নিতে পারবে ইউ টার্ন ; অক্ষম নির্বাক কাক
অথবা সিগনাল পোষ্টের নিষ্প্রভ নীল বাতির মত বেদনার্ত চোখে
চেয়ে থাকা ছাড়া আমার আর কি করার আছে? কি করবো আমি?

আমার জঞ্জাল ময় জীবনের ইতিহাস, ঐতিহ্য রহিত হবে নির্বিবাদে।
কিছু সোনালী স্মৃতি, কিছু রক্তিম কাব্য, আর সাদা মাটা কয়টা স্বপ্ন;
আজ অবধি যে সব নৈবদ্য অনুরণন তোমাকে স্পর্শ করতে সক্ষম হয়নি!
এ সব কিছু বিচ্ছিন্ন জঞ্জাল; যা কাটিয়ে উঠেছ ইতিমধ্যে! নিরুদ্যম জড়বস্তুর মত
অথবা এর চেয়েও নিকৃষ্ট কোন পদার্থের মত অবিরাম পদ পিষ্ট হতে হতে
আমিও তলিয়ে যাবো নিরুদ্দেশ অন্ধকারে……

সুতরাং –
ভয় নেই প্রিয়তমা,
অনুচ্চারিত শব্দের অপ্রিয় সত্য এবার মাথা তুলে দাঁড়াক
মিথ্যার মেকি হাসি আর বিষফোঁড়া দমিয়ে রাখার তথাগত বেঁচে থাকা নিপাত যাক।
যেই কথা বলতে দ্বিধা
রুদ্ধ স্বরে গলা ভারী তোমার, সেই কথার দৃশ্যপটে তুমি অতুলনীয়া
দারুণ অতুলনীয়া……।।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

2 thoughts on “দৃশ্যপটে তুমি অতুলনীয়া

  1. 'কিছু সোনালী স্মৃতি, কিছু রক্তিম কাব্য, আর সাদা মাটা কয়টা স্বপ্ন;
    আজ অবধি যে সব নৈবদ্য অনুরণন তোমাকে স্পর্শ করতে সক্ষম হয়নি!' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।