মুখে ছিল খলিশা ফুলের মধু
চোখে ছিল মায়াবী যাদু
অন্তর ভরা ছিল হেমলক
জীবনটা করে গেল নরক
শরীরের ঘ্রাণ গেছে নিয়ে
হৃদয়ের গহীনে ছুঁয়ে দিয়ে
ব্যাকুল করে মিছে ভাবনা
ছিল না প্রেম ছিল কামনা।
মন নিয়ে খেলেছে নিঠুর খেলা
এখন অবেলায় কেন অবহেলা
গোধূলির পরে ডুবে যায় বেলা
আলোর আশায় মোম জ্বালা।
নিভে গেল মোমের সলতে
নেমে এলো তিমির বাটীতে
শূন্য ঘরে একা রাত কাটে
দুঃস্বপনের ঘুম অন্ধকারে।
5 thoughts on “প্রতারিণী”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শব্দ মিলের লিখা আমার কাছে বরাবরই আদরনীয়। আমার কাছে ভালো লাগে।
ধন্যবাদ নিরন্তর প্রিয় মুরুব্বি।
অসাধারণ উপস্থাপন I
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা
চমৎকার অন্তমিল কবি দা