প্রতারিণী

মুখে ছিল খলিশা ফুলের মধু
চোখে ছিল মায়াবী যাদু
অন্তর ভরা ছিল হেমলক
জীবনটা করে গেল নরক
শরীরের ঘ্রাণ গেছে নিয়ে
হৃদয়ের গহীনে ছুঁয়ে দিয়ে
ব্যাকুল করে মিছে ভাবনা
ছিল না প্রেম ছিল কামনা।
মন নিয়ে খেলেছে নিঠুর খেলা
এখন অবেলায় কেন অবহেলা
গোধূলির পরে ডুবে যায় বেলা
আলোর আশায় মোম জ্বালা।
নিভে গেল মোমের সলতে
নেমে এলো তিমির বাটীতে
শূন্য ঘরে একা রাত কাটে
দুঃস্বপনের ঘুম অন্ধকারে।

এম. হুমায়ূন কবির সম্পর্কে

কবিতা প্রেমি। কবিতা পড়তে এবং লিখতে ভালোলাগে। জন্ম:৩০জুন ১৯৮২, নাটোর জেলায় অন্তর্গত বড়াইগ্রাম উপজেলার খিদিরপুর গ্রামে। পড়াশোনা: এস এস সি-নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়, এইচ এস সি & স্নাতক - বড়াই গ্রাম ডিগ্রী কলেজ, নাটোর। স্নাতকোত্তর-এডওয়ার্ড গভঃ কলেজ, পাবনা। প্রকাশিত কাব্যগ্রন্থ পোড়া গোধূলি।

5 thoughts on “প্রতারিণী

  1. শব্দ মিলের লিখা আমার কাছে বরাবরই আদরনীয়। আমার কাছে ভালো লাগে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. ধন্যবাদ নিরন্তর প্রিয় মুরুব্বি।      

মন্তব্য প্রধান বন্ধ আছে।