মন জানলা তোমার বন্ধ কেনো?

জানলা তোমার খুলো, পর্দা টা তুলো,
ঘুরঘুট্টি অন্ধকার, নিবাত কক্ষ;
জানলায় তোমার কী, কেনো রাখো খিল এঁটে?

খুলো জানলা,দেখো ডাকছে ডাহুক, দুপুরে ঘুঘু
বন্ধ চোখে ভাবো ডাকছে তোমাকে শৈশব,
কৃষ্ণচূড়ার আবেগী ফুল, ডাকছে কুহু কুহু কুজন;
আম্র গাছের ডালে জোড়া শালিক,
কাঠবিড়ালীর তা থৈ নাচন আর ঐ যে জানলার গ্রীলে
দুটো চঞ্চল চড়ুই পাখি, এই জানলায় তোমার কী?
বন্ধ কেনো রাখো?

বর্ষার বৃষ্টি, ভেজা মাটির ঘ্রাণ, ভেজা ঘাস লতা পাতা
কিছুতেই কী মন তোমার টানে না?
পুকুরের জলে ঝমঝম বৃষ্টির উলঙ্গ নৃত্য,
টেংরা পুটির নাচন, উজান বেয়ে আসা কই মাছ প্রহর;
মনে পড়ে সেই শৈশবের দিনগুলো,
এখন কেনো বন্ধ রাখো মন জানলা তোমার?

ঘাসফড়িংয়ের লাফালাফি, ধানের ডগায় ফড়িংয়ের প্রেম ফুলশয্যা
পাতায় পাতায় বৃষ্টিরা ঝুলে আছে ঐ যে, জানলা খুলো, দেখো!
আকাশের কান্না মাখা একটি দিবস অথবা
গ্রীষ্মের খাঁখা দুপুর, চৈতালী আগুন রোদ্দুর,
পুকুরপাড়ে সারি সারি তাল খেজুরের তলায় কী বসে
দু’দন্ড সুখ গিলতে ইচ্ছে করে না,
তবে মন জানলা কেনো বন্ধ তোমার?

গন্ধরাজ ফুলে ঠোঁট ডুবিয়ে, মৌমাছিরা গায় মোহ গান
সেই সুরে প্রাণ কী হয় না উতলা?
কাছে পেতে পরম ছোঁয়ায় ইচ্ছে কী হয় না মনে?
সকল মুগ্ধতা নিয়ে এসো মনের জানলায়,
নি:শ্বাসে টানো প্রেম, ভালোবাসা গিলো ঢোকে ঢোকে।

তবে শুনো, আমার যখন বিমর্ষ ক্ষণ, বিষণ্ণতার দিন
তুমি জানলা বন্ধ রেখো, আমার মুগ্ধতারা ফুরিয়ে গেলে
তোমার মুগ্ধতা ফিরে আসবে, সে কী আর হয়!
আকাশ পাতাল মন নিয়ে হয় না সুখে বসবাস
অতএব, আমি শব্দ নিয়েই হবো সুখি,
কবিতার সাথে হোক আমার সহাবস্থান
তুমি মনজানলা তোমার বন্ধ রাখো এবেলা।

.
=মন জানলা তোমার বন্ধ কেনো?
©কাজী ফাতেমা ছবি
June 18, 2019

6 thoughts on “মন জানলা তোমার বন্ধ কেনো?

  1. খোলা মন জানলা খোলা থাকলে এবার বৃষ্টি ঝরবে কবি আপু 

    1. তা ঝরবে না । বন্ধ করে রাখা উচিত না 

      ধন্যবাদ

  2. আপনার কবিতার থিম বরাবরই অসাধারন। প্রচ্ছদে ব্যবহৃত ছবিরও তুলনা হয় না। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. কৃতজ্ঞতা

      জাজাকাল্লাহ খাইরান ভাইজান

মন্তব্য প্রধান বন্ধ আছে।