শহুরে জীবন

শহুরে জীবন থাকে চারদিক ঠাসা,
উঁচু উঁচু দালান, গিজ-গিজে বাসা!
দালানের ফাঁকে থাকে পাখিদের বাসা,
মানুষের মতো ওঁদেরও বাঁচার আশা!

সরু রেললাইন নিঃশব্দে পথ চলা,
পাশের বস্তিঘরে থাকে ক্ষুধার জ্বালা!
শহরের বুকে রাজপথ সৌন্দর্যমণ্ডিত,
হেঁটে যায় লোক শিক্ষিত অশিক্ষিত!

রাস্তার পাশে ফুটপাত, দখলে হকার;
তাঁদেরই সব, বলার সাধ্য নেই জনতার!
শহরের পাশে নদীতেও দূষিত পানি,
পানে অযোগ্য, তবুও বাঁচায় জীবন খানি!

শহরময় মলার স্তুপ, জনজীবন শেষ;
দূষিত আকাশ-বাতাস দূষিত পরিবেশ!
শহরবাসী নিরুপায় উচ্ছৃঙ্খল দৈত্যের কাছে,
শহর কর্তাও হেরে যায় তাঁদেরই কাছে!

শহুরে জীবন চলছে ধুঁকে ধুঁকে,
কেউ আছে সুখে কেউ আছে দুখে!
নদীও চলছে নিরবধি, চলছে জীবন;
এভাবেই চলবে, জীবন থাকবে যতক্ষণ।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

6 thoughts on “শহুরে জীবন

  1. শহরবাসী নিরুপায় উচ্ছৃঙ্খল দৈত্যের কাছে,
    শহর কর্তাও হেরে যায় তাঁদেরই কাছে!

    নদীও চলছে নিরবধি, চলছে জীবন;
    এভাবেই চলবে, জীবন থাকবে যতক্ষণ।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদের সাথে পবিত্র ঈদ-উল-আজহা'র শুভেচ্ছা জানাচ্ছি।           

    1. ভালো থাকবেন আশা করি। আগাম ঈদ-উল-আজহা'র শুভেচ্ছা জানাচ্ছি।    

    1. সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা। সাথে পবিত্র ঈদ-উল-আজহা'র আগাম শুভেচ্ছা।           

মন্তব্য প্রধান বন্ধ আছে।