শহুরে জীবন থাকে চারদিক ঠাসা,
উঁচু উঁচু দালান, গিজ-গিজে বাসা!
দালানের ফাঁকে থাকে পাখিদের বাসা,
মানুষের মতো ওঁদেরও বাঁচার আশা!
সরু রেললাইন নিঃশব্দে পথ চলা,
পাশের বস্তিঘরে থাকে ক্ষুধার জ্বালা!
শহরের বুকে রাজপথ সৌন্দর্যমণ্ডিত,
হেঁটে যায় লোক শিক্ষিত অশিক্ষিত!
রাস্তার পাশে ফুটপাত, দখলে হকার;
তাঁদেরই সব, বলার সাধ্য নেই জনতার!
শহরের পাশে নদীতেও দূষিত পানি,
পানে অযোগ্য, তবুও বাঁচায় জীবন খানি!
শহরময় মলার স্তুপ, জনজীবন শেষ;
দূষিত আকাশ-বাতাস দূষিত পরিবেশ!
শহরবাসী নিরুপায় উচ্ছৃঙ্খল দৈত্যের কাছে,
শহর কর্তাও হেরে যায় তাঁদেরই কাছে!
শহুরে জীবন চলছে ধুঁকে ধুঁকে,
কেউ আছে সুখে কেউ আছে দুখে!
নদীও চলছে নিরবধি, চলছে জীবন;
এভাবেই চলবে, জীবন থাকবে যতক্ষণ।
শহরবাসী নিরুপায় উচ্ছৃঙ্খল দৈত্যের কাছে,
শহর কর্তাও হেরে যায় তাঁদেরই কাছে!
নদীও চলছে নিরবধি, চলছে জীবন;
এভাবেই চলবে, জীবন থাকবে যতক্ষণ।
সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদের সাথে পবিত্র ঈদ-উল-আজহা'র শুভেচ্ছা জানাচ্ছি।
সৃজনশীল রুচিসম্পন্ন লেখা ।
ভালো থাকবেন আশা করি। আগাম ঈদ-উল-আজহা'র শুভেচ্ছা জানাচ্ছি।
শহর জীবন কঠিন জীবন কবি দা
সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা। সাথে পবিত্র ঈদ-উল-আজহা'র আগাম শুভেচ্ছা।