যতই জুলুম দিয়ে ইতিহাস মুছার চেষ্টা করো
ইতিহাস থাকবে আমাদের অন্তরে অন্তঃস্থলে
যতই অন্ধকার দিয়ে আলো ঢাকার চেষ্টা করো
সত্যের প্রদীপ জ্বলবে, অন্ধকার দূর হবে
মিথ্যার মেঘ সরিয়ে উদিত হবে সত্যের সূর্য
ইনসাফ একদিন হবে।
যতই অবিচার দিয়ে ছিনিয়ে নাও ইনসাফ
একদিন সব অবিচার কাচের মতো চুরমার হবে
যতই অবহেলার হাসি নিয়ে শ্লোগান তুলো
একদিন সেই হাসি কান্নায় পরিণত হবে
সেদিন কাউকে সাহায্যকারী পাবে না
তোমাদের অবিচার তোমাদের তাড়া করে বেড়াবে
পালিয়ে পার পাবে না পৃথিবীর কোন কোনায়
পাবে না কোন আশ্রয় স্থল
কোথাও পাবেনা একটু নিরাপত্তা।
ইনসাফ একদিন হবে।
নিশ্চয় মহান ইনসাফকারীর পাকড়াও বড় কঠিন।
তোমরা একটু আনন্দ করে নাও, হেসে নাও
তাসের ঘর কখনও সুরক্ষা দিতে পারে না
হাওয়ার ঝটিকা এসে সব অহংকার গুঁড়িয়ে দেবে
আমাদের বুক ফাটা চোখের জল
সেদিন সুনামি হয়ে আছড়ে পড়বে
ভেঙে দেবে তোমাদের শখের গড়া বালির প্রসাদ
খুশির আলোর রোশনাই হবে চারিদিকে
ইনসাফ একদিন হবে।
সুন্দর নছিব থাকলেই ইনসাফ হবেই কবি দা
ধন্যবাদ প্রিয় কবি।
শুভেচ্ছা জানবেন
"যতই জুলুম দিয়ে ইতিহাস মুছার চেষ্টা করো; ইতিহাস থাকবে আমাদের অন্তরে অন্তঃস্থলে।" ___ অবধারিত।
কেমন আছেন মি. মহাশয়। অনেকদিন পর মহাশয় নিকে আপনার লিখা পড়লাম।
ভালো আছি প্রিয় মুরুব্বী ভাই।
আপনার কমেন্ট সবসময় উৎসাহ দেয়।
ধন্যবাদ।
অসাধারণ উপস্থাপন।
অসংখ্য ধন্যবাদ কবি।
ভালো থাকুন।
শুভকামনা।
একদম সত্যি বলেছেন……….
ধন্যবাদ কবি।
সত্যি বলছেন প্রিয় কবি। ইনসাফ একদিন প্রতিষ্ঠিত হবে এবং আমরা সাম্য-ভ্রাতৃত্বের বন্ধনে দোল খাবো সবে মিলে। হয়তো সেদিন বেশী দূরে নয়।