অণু কবিতা- ২২৮

এইযে আমার বুকটা জুড়ে,
বাড়ছে ভীষণ যন্ত্রণা।
তোমার জন্য হচ্ছে বলে,
লাগছে এসব মন্দ না।।
.
২৪/০৭/২০১৯

মাসুদুর রহমান (শাওন) সম্পর্কে

মাসুদুর রহমান (শাওন) এর জন্ম ১৯৯৭ সালে, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সবুজে ঘেরা ছায়াঢাকা পঞ্চাশ গ্রামে। পিতার নাম মোঃ মজনু মিয়া, মাতা মোছাঃ খুকুমণি। প্রাথমিক শিক্ষা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে, বর্তমানে আনন্দমোহন কলেজ'এ (ময়মনসিংহ) বাংলা সাহিত্যে অনার্সে অধ্যায়নরত। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় ছড়া লেখার মাধ্যমে সাহিত্যে প্রবেশ। কবিতা ছাড়াও ছোট গল্প লিখে থাকেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ দ্বারা প্রভাবিত।

8 thoughts on “অণু কবিতা- ২২৮

  1. কবিতায় শুভেচ্ছা নেবেন কবি মাসুদুর রহমান শাওন। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ…………

মন্তব্য প্রধান বন্ধ আছে।