কান্নার প্রতিযোগিতা

করোনা কালে চলছে কান্নার প্রতিযোগিতা,
কান্নার চাপে হারিয়ে গেছে সহমর্মিতা
কাঁদছে কবিদের লেখা কবিতা
কাঁদছে বিশ্বের মানবিকতা
পর্যটনে নীরব নিস্তব্ধতা
কান্নার প্রতিযোগিতা।

কান্নার প্রতিযোগিতায়,
কাঁদে স্বজন হারানোর বেদনায়
কেউ কাঁদে ভুগে ঘাতক করোনায়
কেউ কাঁদে দ্বারে-দ্বারে ক্ষুধার জ্বালায়
কাউ কাঁদে রাস্তায় সন্তানের অবহেলায়
কেউ কেউ নীরবে কাঁদে ধুঁকে ধুঁকে লজ্জায়।

কাঁদছে কেউ নিজের আখের গোছানোর ধান্দায়,
টাকার পাহাড় গড়তে কাঁদছে বসে অট্টালিকায়
জনপ্রতিনিধিরা চোখ মুছে চালের বস্তায়
কেউ কাঁদার অভিনয়ে পরকে ঠকায়
অসাধু ব্যক্তিরা সুযোগে কাঁদায়
কন্নার প্রতিযোগিতায়।

কান্নার প্রতিযোগিতায়,
কান্নায় ভেঙে পড়ছে নমুনা পরীক্ষায়
কান্না থামছে না হাসপাতালের বারান্দায়
চলছে কান্নার প্রতিযোগিতা জায়গায় জায়গায়
কেউ কাঁদে সুখে, কেউ দুখে, কেউ কাঁদে ধান্দায়
প্রতিদিন নতুন যোগ হচ্ছে কান্নার প্রতিযোগিতায়।

ছবি গুগল থেকে।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

6 thoughts on “কান্নার প্রতিযোগিতা

  1. করোনা অনেক কিছু শিখিয়েছে মানুষকে। দেখেছে কে কেমন

    1. সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম শ্রদ্ধেয় দাদা। আশা করি ভালো থাকবেন।          

  2. বরাবরই আপনি অসাধারণ লিখেন মি. নিতাই বাবু। লিখাটিকে অসামান্য ভাবে  সাজিয়েছেন। সাজানোর প্যাটার্ন আমার কাছে চমৎকার লেগেছে। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. সাথে আপনার মন্তব্যটি আমার এই নগন্য লেখাটিকে স্বার্থক করে তুলেছে বলে মনে করি। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা।          

  3. করোনা করল শেষ না বলও না করোনা চমৎকার কবি দা

    1. সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম শ্রদ্ধেয় কবি লিটন দাদা। আশা করি ভালো থাকবেন।            

মন্তব্য প্রধান বন্ধ আছে।