ভালোবেসে দেখেছি

ভালোবেসে দেখেছি, এলোকেশী রমণীর প্রশস্ত বুকের ভিতর,
আমার নিঃশ্বাস ফেলবার জায়গাটুকুও পাইনি আমি।
কেবল প্রত্যাখ্যাত হয়েছি আমি উদাসী বলে, দিকভ্রান্ত বলে,
আমার এই উড়ন-চণ্ডী জীবনে কেউ বাসা বাঁধার সাহস করেনি।
.
সেবার বর্ষায় ভিজে ভিজে একগুচ্ছ কদম এনেছিলাম,
একটা পুষ্প বিলাসী রমণীও খুঁজে পাইনি সেদিনের আষাঢ়ে।
অনেক গভীর রাতে হাজারো কথা জমিয়ে বসেছিলাম,
তারপর শ্রোতাহীন গল্পেরা উড়ে গেছে ধূসর অন্ধকারে।।
.
ভালোবেসে দেখেছি, মায়াভরা চোখের রমণীর বুকে,
একটুও মায়া জাগেনি আমার জন্য।
অজস্র দেয়া কথা ভুলে রমণীর কাছে অবিরাম বর্ষার মতো,
দীর্ঘ আকুতি করেও পাইনি এতটুকু ভালোবাসার অল্প ছোঁয়া।
তারপর থেকে আমি একা, কেবল প্রত্যাখ্যানে ফিরে আসা,
নতমুখী হৃদয়ের অসহ্য যন্ত্রণায় কেবলই দগ্ধ হচ্ছি আজকাল।।
.
০৭/০৭/২০১৯

মাসুদুর রহমান (শাওন) সম্পর্কে

মাসুদুর রহমান (শাওন) এর জন্ম ১৯৯৭ সালে, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সবুজে ঘেরা ছায়াঢাকা পঞ্চাশ গ্রামে। পিতার নাম মোঃ মজনু মিয়া, মাতা মোছাঃ খুকুমণি। প্রাথমিক শিক্ষা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে, বর্তমানে আনন্দমোহন কলেজ'এ (ময়মনসিংহ) বাংলা সাহিত্যে অনার্সে অধ্যায়নরত। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় ছড়া লেখার মাধ্যমে সাহিত্যে প্রবেশ। কবিতা ছাড়াও ছোট গল্প লিখে থাকেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ দ্বারা প্রভাবিত।

3 thoughts on “ভালোবেসে দেখেছি

  1. তারপর থেকে আমি একা, কেবল প্রত্যাখ্যানে ফিরে আসা,
    নতমুখী হৃদয়ের অসহ্য যন্ত্রণায় কেবলই দগ্ধ হচ্ছি আজকাল।। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. সেবার বর্ষায় ভিজে ভিজে একগুচ্ছ কদম এনেছিলাম,
    একটা পুষ্প বিলাসী রমণীও খুঁজে পাইনি সেদিনের আষাঢ়ে।

    আহা আফসোস! কবিকে শুভেচ্ছা!

মন্তব্য প্রধান বন্ধ আছে।