শামসুর রাহমান-কে নিবেদিত কবিতা
……………………………
রোদের অনুজ হয়ে শূন্য সমুদ্রের বেঁচে থাকা। আঁকা জীবনের কথা জানান দিয়ে যায় দৃশ্যান্তরে। ঘরে ফিরে এসেছে যারা, প্রয়োজনে তারা আবারো যাবে। নেবে, গায়ে তুলে আলোর পোশাক। হাঁক দিয়ে বলবে – ও ভাই শব্দ প্রহরী, একটু ধার দাও তোমার হাতের টুকরো রঙধনু মেঘ।
আবেগ যখন নিয়ন্ত্রণ করে বেদনার বীজমন্ত্র, পুষ্প প্রযত্নে তখন স্থির হয় একক প্রেমের প্রতিমা। উপমা বিলাসে মানুষ হয় শ্রেষ্ঠ উদাহরণ। বরণ উৎসবে মিশে প্রজন্ম পার্বণের মেলায়। গায়, নাচে, প্রাণ। ভাসান সমুদ্রও জানে কবিতার অন্য নাম, কবিকৃতি শামসুর রাহমান।
কবিতায় অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ফকির ইলিয়াস ভাই।
অপূর্ব গাঁথুনিতে অনবদ্য লেখা
কবিতায় ভালো লাগা রেখে গেলাম, শ্রদ্ধেয় কবি। সাথে থাকলো, শুভকামনা।