লেখাপড়া

কয়দিন যাবত ভাবতেছি শব্দ নীড়ে বা ফেস বুকে কিছু লেখুম না আবার ভাবি তাইলে যদি লেখাপড়া ভুইলা যাই!
কি এক দোটানায় পরলাম! এই কূলে না ওই কূলে যাই? কার কাছেই বা বুদ্ধি চাই তাও বুঝতেছি না। আইজ কাইল কেউ কেওরে সুবুদ্ধি দেয় না খালি কুবুদ্ধি দেওয়ার পায়তারা করে। আপনেগো মইদ্ধে কেউ আছেন যিনি আমার একটু খানি সুবুদ্ধি দেবেন?

7 thoughts on “লেখাপড়া

  1. সুবুদ্ধি কুবুদ্ধি বুঝিনা জনাব। আমি বলি কি, আপনি লেখা শুরু করে দিন।
    তারপর নিজের লেখা নিজেও পড়বেন, আমাদেরকেও পড়তে দেবেন। :)

  2. অবসরে ভালো বই পড়েন । হাদিস কোরান মেনে চলুন ।  সঠিক নিয়মে জীবন চলবে। 

  3. সুবৃদ্ধি হলো বেশি বেশি লেখা পোস্ট করুন প্রিয় দাদা————-

মন্তব্য প্রধান বন্ধ আছে।