এ জল সে জল

এ জল- সে জল -জলের মধ্যে
কোন জলে আমি-
খুঁজিতে খুঁজিতে বৃদ্ধ হলো
মানব জমিনের কল কাটি-
জগত সংসার জানিতে ধারা-
কেউ বলে মাটি কেউ বা বলে মাংসপেশী!
ধর্ম আমার অধর্ম হলো মানবতার মুখে চাটি।

জল গড়াগড়ি সংসার গড়ি আমরা
বানভাসী আবার পাই সুখ-
আউলা ঝাউলা বালুচরে রাখে মুখ-
পলি ভাবিতে ভাবিতে শ্মাশন ঘাট-
দুর্বলা সবুজ ঘাসের মাঠ-
দেখিতে দেখিতে জীবন মুরভূমি
কোন হাটবাজারে ছবির হাটে আমি;

আমার আমিত্বে পাগল সবাই-
আসল পাগল কই পাই-
সবাই হলো জলের পাগল-
আমি হইলাম কোন পাগল কানাই-
কানাই ধানাই মিলে হয় জল-
চল এ জলে-চলিতে চলিতে মিছিলের বহরে
দেখা হয় একবারি সারাবছর ঘুমায় মাটির বাড়ি।

১৮ ভাদ্র ১৪২৬, ০২ সেপ্টেম্বর ২০
————————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “এ জল সে জল

  1. "আমার আমিত্বে পাগল সবাই- আসল পাগল কই –
    সবাই হলো জলের পাগল- আমি হইলাম কোন পাগল !!"

    _ কবিতার বক্তব্যের সার্থকতা এখানেই। আমি তুচ্ছ জ্ঞান। শুভেচ্ছা রইলো কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জ্বি প্রিয় কবি মুরুব্বী দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল ও সুস্থ থাকবেন———

    1. জ্বি প্রিয় কবি মহী দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল ও সুস্থ থাকবেন———

  2. এক কথায় অসাধারণ একটা কবিতা। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি লিটন দাদা।         

মন্তব্য প্রধান বন্ধ আছে।