কি যে করি?

কয়দিন যাবত শরীলডা কেমন কেমন লাগতেছে মাথায় ঝিম ধইরা থাকে, খালি খাই খাই ভাব কিন্তু দাতে ধার নাই তাই কিছু চাবাইতে পারিনা, চোখে সব সময় সইরষা ফুল দেহি, হাত পাও নিতে চাই একদিকে চইলা যায় আর এক দিকে। কি মসিবত!

এক দোস্ত কইল কবিরাজের কাছে যাও। ভাবলাম এইডা বুঝি সৎপরামর্শ তাই গেলাম। বিশেষজ্ঞ কবিরাজ হাত পাও, মাথা, গলা, নাক, চোখ, পেট, বুক সব টিপা টুপা দেইখা কইল রক্ত পরীক্ষা করতে হইবে।

নেন কত রক্ত লাগবো
বেশি না এক লিটার হইলেই হইবো
আচ্ছা নেন আমার শরীলে টনকে টন রক্ত আছে , নেন যা লাগে
রক্ত মক্ত পরীক্ষা কইরা কইলো আপনের সারা শরীলের রক্ত দূষিত হইয়া গেছে।
তাইলে এখন কি করুম?
রক্ত বদলাইতে হইবো, এ ছাড়া আর কোন উপায় নাই
ভাল রক্ত কই পামু?
আরে মিয়া আপনে নিজেইতো একজন দুষিত মানুষ, আপনের বাইচা থাকার দরকারটা কী? আপনে আবার ভাল রক্ত দিয়া কি করবেন? যান, ভাগেন মরেন গিয়া!
কন দেহি এইডা একজন বিশেষজ্ঞ কইবরাজের মত কথা হইলো?

6 thoughts on “কি যে করি?

  1. মোটেও না!! এইটাতো কোন একজন বিশেষজ্ঞ কইবরাজের মত কথা হইতে পারে না। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cry.gif

  2. আহহা! মনের এই করোনাকালে আমার নিজের মনের কথাডা আপ্নের লেখায় পাইলাম শ্রদ্ধেয় দাদ। ক'দিন আগে এক ডাক্তারে আছে গেছিলাম, আঙুলের ব্যথা কমানোর লাইগা। উনার ভিজেট ৮০০/=টেকা। উনি আমার আঙুল টিপ্পা-টাইপ্পা দেইক্কা প্রথমেই  প্রেসক্রিপশনে লেখলো covid-19 নমুনা পরীক্ষা। আমি চেইত্তা-মেইত্তা ৮০০/=টেকা উনারে দিয়া কইলাম, "আমার করোনা অইছে?"

    'বর্তমানে হগলতের করতে অয়!'

    "হগলতে ভোদাই! আমি ভোদাই না! তয়, নমুনা পরীক্ষা ছাড়া দুই একদিনের লাইগা ঔষুধ লেইখা দেওন যায় না স্যার?"

    'করোনা নমুনা পরীক্ষা ছাড়া কুনো ঔষুধ নাই!'

    "আইচ্ছা, এই দেশে করোনা নমুনা পরীক্ষার কী গেরান্টি আছে? একবার এইয়ে নেগেটিভ, আরেকবার আইয়ে প্রজেটিভ! পরীক্ষায় ভুলবশত যদি আমার প্রজেটিভ আইয়ে, তাইলে ত আমার লাইগা, আমার পুরা এলাকা লকডাউন কইরা দিবো। আর আমারে হান্দাইয়া থুইবো নিজের ঘরের মাধ্যে ১৪-১৫ দিনের লাইগা কারাগারে। হেই দায়-দায়িত্ব কি আম্নে নিবেন, স্যার?" 

    স্যারের মুখে আর কুনো কথা নাইক্কা। আমিও ৮০০/=টেকা ভিক্ষা দিয়া আইজও আইছি, কাইলও আইছি। 

    এই হলো আমাদের বর্তমান অবস্থা, শ্রদ্ধেয় কবি দাদা।       

মন্তব্য প্রধান বন্ধ আছে।